ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৪ - সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর পর্ব - ৩৭
বিজ্ঞান সম্পর্কিত
প্রশ্ন: ভারী পানির রাসায়নিক সংকেত কী?
উত্তর: D2O
প্রশ্ন: প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
উত্তর: মিথেন
প্রশ্ন: অ্যান্থনি ফাউসি কে?
উত্তর: যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ
প্রশ্ন: বিশ্ব পরিবেশ সংরক্ষা সূচকে (২০২২) প্রথম অবস্থানে কোন দেশ?
উত্তর: ডেনমার্ক
প্রশ্ন: বিশ্ব পরিবেশ সংরক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৭৭তম
প্রশ্ন: কোভ্যাক্স কী?
উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন করোনা টিকার একটি বৈশ্বিক উদ্যোগ।
প্রশ্ন: হাইড্রোজেন
পার-অক্সাইডের সংকেত কী?
উত্তর: H2O2
প্রশ্ন: জাতিসংঘের অফিশিয়াল ভাষা কী কী?
উত্তর: ইংরেজি ও ফরাসি
প্রশ্ন: বহুরূপী মৌল কোনটি?
উত্তর: কার্বন
প্রশ্ন: বিশুদ্ধ পানির pH
কত?
উত্তর: pH 7
প্রশ্ন: প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়?
উত্তর: রাইবোজোমকে
প্রশ্ন: কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?
উত্তর: নিউক্লিয়াসকে
প্রশ্ন: মানুষের ক্রোমোজোমের
সংখ্যা কত?
উত্তর: ২৩ জোড়া।
প্রশ্ন: মানবদেহের রক্তরসে শতকরা কত অংশ পানি থাকে?
উত্তর: ৯১–৯২%।
প্রশ্ন: একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?
উত্তর: ১টি।
প্রশ্ন: কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?
উত্তর: মাইটোকন্ড্রিয়াকে।
প্রশ্ন: হরমোন প্রবাহিত হয় কিসের মাধ্যমে?
উত্তর: রক্তের মাধ্যমে।
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী
No comments