ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৪ - সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর পর্ব - ৩৬

বিজ্ঞান
সম্পর্কিত

প্রশ্ন: বর্তমানে মৌলিক পদার্থের সংখ্যা কয়টি?

উত্তর: ১১৮টি

প্রশ্ন: থার্মোমিটারে কোন পদার্থ থাকে?

উত্তর: পারদ

প্রশ্ন: ওজোন স্তরের ক্ষতির জন্য বেশি দায়ী কে?

উত্তর: CFC গ্যাস

প্রশ্ন: সর্বোচ্চ গলনাঙ্কের ধাতু কোনটি?

উত্তর: টাংস্টেন

প্রশ্ন: সর্বনিম্ন গলনাঙ্কের ধাতু কোনটি?

উত্তর: পারদ

প্রশ্ন: প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?

উত্তর: হীরক

প্রশ্ন: মানবদেহে কশেরুকার সংখ্যা কয়টি?

উত্তর: ৩৩টি

প্রশ্ন: সমুদ্র স্রোতের প্রধান কারণ কী?

উত্তর: বায়ুপ্রবাহ

প্রশ্ন: ড্রোন কী?

উত্তর: চালকবিহীন বিমান

প্রশ্ন: মানুষের রক্তের pH কত?

উত্তর: .

প্রশ্ন: বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত?

উত্তর: ৭৮.০২%

প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়?

উত্তর: ভিটামিন বি-১২

প্রশ্ন: সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয়, তার নাম কী?

উত্তর: বিউটেন

প্রশ্ন: রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?

উত্তর: O গ্রুপ

প্রশ্ন: E=mc2 সূত্রের আবিষ্কারক কে?

উত্তর: আলবার্ট আইনস্টাইন

প্রশ্ন:ওজোন-এর রাসায়নিক সংকেত কী?

উত্তর: O3

প্রশ্ন: অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে?

উত্তর: সূর্য থেকে

প্রশ্ন: কোন গ্যাস ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে?

উত্তর: ক্লোরিন গ্যাস

প্রশ্ন: ফ্রেয়নের রাসায়নিক নাম কী?

উত্তর: ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন

প্রশ্ন: CFC গ্যাস কে আবিষ্কার করেন?

উত্তর: অধ্যাপক থমাস মিগলে (Midgley)

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.