ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুদের সাধারণ জ্ঞান মডেল টেস্ট -০৩

সাধারণ জ্ঞান
এক কথায় উত্তর দাও (Give answer in a single word): 34×1 = 34
১. বিগত বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়? (In which stadium was the Final Match of FIFA World cup 2018 held?)
২. কোন সমুদ্রসৈকতকে সাগরকন্যা হিসেবে আখ্যায়িত করা হয়? (Which sea beach is termed as 'Daughter of sea'?)
৩. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী? (Who was the first president of Bangladesh?)
৪. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধিস্থল কোথায়? (Where is the graveyard of Birsrestha Hamidur Rahman Located?)
৫. সিলেট কোন নদীর তীরে অবস্থিত? (On which bank of river is Sylhet located?)
৬. সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? (Which is the latest City Corporation of our Country?)
৭. এ দেশের সবচেয়ে বড় বিল কোনটি? (Which is greatest Marshland in this country?
৮. কোন শহরটি দুটি মহাদেশে অবস্থিত? (Which town is located between two continents?)
৯. কুমিল্লার পূর্ব নাম কী? (What is the ancient name of Comilla?)
১০ কোন বর্গক্ষেত্রের পরিসীমা ৪০০ মিটার। এর ১ বাহুর দৈর্ঘ্য কত? (The perimeter of a square is 400 meter. What's the length of every side?)
১১. জাহাজ পানিতে ভাসে কেন? (Why does a ship float on the water?)
১২. বীরশ্রেষ্ঠদের মধ্যে সেনা বাহিনীর অফিসার কে ছিলেন? (Who was the Army Officer among the seven Birsrestha?)
১৩. সবচেয়ে গভীরতম মহাসাগর কোনটি? (Which is the deepest ocean?)
১৪. রাশিয়ার ভাষার নাম কী? (What is the language of Russia?)
১৫. সার্কের সদর দপ্তর কোথায়? (Where is the Head Quarter of SAARC located?)
১৬. সশস্ত্র বাহিনী দিবস কোনটি? (What is the armed forces day?)
১৭. ইন্টারনেট কত সালে শুরু হয়? (When was first Internet launched?)
১৮. Insert the missing number: 3, 5, 15, 4, 5, 20, .. .. ..
১৯. ক্যালকুলেটর কে আবিষ্কার করেন? (Who invented calculator?)
২০. পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? ( Where is both the Padma and the Meghna coincided?)
২১. একই সঙ্গে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় কোনটি? (Which device is termed as both input and output device?)
২২. ROM এর পুরো নাম কোনটি? (Write down the full name of ROM.)
২৩. রেডিও কে আবিষ্কার করেন? (Who invented calculator?)
২৪. পূর্ণরূপ লিখ (Write the full name): মূসক
২৫. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? (On what river bank is Mohasthangor located?)
২৬. জাতিসংঘ শিশু অধিকার সনদে কয়টি ধারা আছে? (How many articles are there in United Nations Children Right Charters? )
২৭. লুপ্ত সংখ্যাটি বের কর: ১, ২, ৪, ৮, ১৬, - (Insert the missing Figure: 1, 2, 4, 8, 16, -)
২৮. কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত? (Where is Kantajir Temple located?)
২৯. অক্সিজেন কেআবিষ্কার করেন? (Who invented Oxyyen?)
৩০. মাইক্রো ক্রেডিটের জনক কে? (Who is the founder of Micro Credit?)
৩১. এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার কে লাভ করেন? (Who got Nobel Prize first among Asian?)
৩২. বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম কী? (Who is the captain of Bangladesh National Women Cricket?)
৩৩. বাংলাদেশের কোন উপজাতি মুসলমান? (Which tribal of Bangladesh is Muslim?)
৩৪. ২০১৮ বিশ্বকাপ ফুটবলে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কে? (Who was the best player of FIFA World Cup 2018?)
৩৫. কয়টি আয়াতক্ষেত্র আছে বের কর (Hwo maû rectangular are there in the following): ২
৩৬. কোনটি বেমানান চিহ্নিত কর: ২
ক) ঢ় খ) ঢ় গ) ঘ) ষ
৩৭. পরের চিত্রটি কী হবে? ২
ক) খ) গ) ঘ)
উত্তর
১. লুজনিকি স্টেডিয়াম, রাশিয়া (মস্কো) ২. কুয়াকাটা সমুদ্রসৈকত ৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪. মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ৫. সুরমা ৬. ময়মনসিংহ (১২তম) ৭. চলনবিল ৮. তুরস্কের ইস্তাম্বুল ৯. ত্রিপুরা ১০.১০০ মিটার ১১. জাহাজের ঘনত্ব/পানির ঘনত্বের চেয়ে কম বলে ১২. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ১৩. প্রশান্ত মহাসাগর ১৪. রূশ ১৫. নেপালের কাঠমান্ডু ১৬. ২১ নভেম্বর ১৭.১৯৬৯ ১৮.৫(৫,৫,২৫) ১৯. চার্লস ব্যাভেজ ২০. চাঁদপুর ২১. টাচ স্ক্রিন ২২. Read Only Memory ২৩. মারকোনি ২৪. মূল্য সংযোজন কর ২৫. করতোয়া ২৬.৫৪টি ২৭. ৩২ ২৮. দিনাজপুর ২৯. প্রিস্টলি ৩০. ড. মুহম্মদ ইউনূস ৩১. রবীন্দ্রনাথ ঠাকুর ৩২. রুমানা আহমেদ ৩৩. পাঙর ৩৪. লুকা মদ্রিজ ৩৫. ৯টি ৩৬.ক ৩৭.ঘ

No comments

Powered by Blogger.