Cadet collage Admission Model Test 02
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা
বাংলা পূর্ণমান: ৪০
প্রিয় ক্যাডেট কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী, ভর্তি পরীক্ষার পূর্ণমান-২০০। আজ বাংলা বিষয়ের মডেল টেস্ট ছাপা হলো।
ক্যাডেট ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-২-এর সঠিক উত্তর
মডেল টেস্ট-২
বাংলা পূর্ণমান: ৪০
প্রিয় ক্যাডেট কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী, ভর্তি পরীক্ষার পূর্ণমান-২০০। আজ বাংলা বিষয়ের মডেল টেস্ট ছাপা হলো।
১. ঝিঙে ফুলকে বোঁটা ছিঁড়ে চলে আসার জন্য কে ডাকছে?
ক. আসমানের তারা খ. প্রজাপতি
গ. শ্যামলী মায়ের কোল ঘ. পাতার দেশের পাখি
২. কামিনী রায় ১৫ বছর বয়সে যে কাব্য রচনা করেন তার নাম কী?
ক. নির্মাল্য খ. অশোক সংগীত
গ. জীবন পথে ঘ. আলো ও ছায়া
৩. বনফুলের প্রকৃত নাম কী?
ক. নীরোদচন্দ্র সাহা খ. সুকুমার রায়
গ. বনযোগীচন্দ্র ঘ. বলাই চাঁদ মুখোপাধ্যায়
৪. হুমায়ুন আজাদের কবিতাগ্রন্থ হচ্ছে—
ক. অলৌকিক ইস্টিমার খ. ভাষা আন্দোলন
গ. ফাগুন মাস ঘ. অরণ্য নীলিমা
৫. ভীড় নয়, স্রোত। কিসের স্রোত?
ক. মানুষের স্রোত খ. নদীর স্রোত
গ. রক্তের স্রোত ঘ. গানের স্রোত
৬. প্রথম কখন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনার তৈরি করেন—
ক. বিকেলবেলা খ. রাতের বেলা
গ. সকালবেলা ঘ. দুপুরবেলা
৭. ‘আকাশ’ রচনার মূল উদ্দেশ্য কী?
ক. বিজ্ঞানচেতনা সৃষ্টি
খ. আকাশ নীল দেখানোর কারণ জানানো
গ. আকাশের রহস্যময়তা জানানো
ঘ. আকাশে যাওয়ার জন্য
৮. ‘কতদিকে কত কারিগর’ রচনার মূল লক্ষ্য কী?
ক. দেশজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া
খ. লোকশিল্পীদের সম্পর্কে জানতে আগ্রহী করে তোলা
গ. লোকজ পণ্যের প্রতি আগ্রহী করে তোলা
ঘ. দেশজ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও মমত্ববোধ সৃষ্টি করা
৯. আনিসুজ্জামান সাহিত্য সাধনা ও গবেষণার স্বীকৃতি হিসেবে কী পুরস্কার লাভ করেন?
ক. দাউদ পুরস্কার খ. বাংলা একাডেমি পুরস্কার
গ. একুশে পদক ঘ. ওপরের সব কটি
১০. ‘জানি নে তোর ধন-রতন’ এখানে কী বোঝানো হয়েছে?
ক. টাকাকড়ি খ. লুকানো সম্পদ
গ. গুপ্তধন ঘ. প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য
১১. ‘ছিন্ন’ শব্দের অর্থ কী?
ক. বিচ্ছিন্ন খ. ছেঁড়া গ. এলোমেলো ঘ. ছেদ করা
১২. একই পৃথিবীর স্তন্যে লালিত ‘দ্বারা’ পৃথিবীকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. দেশের সঙ্গে খ. নদীর সঙ্গে
গ. সাগরের সঙ্গে ঘ. মায়ের সঙ্গে
১৩. সানাউল হকের কিসের প্রতি গভীর আকর্ষণ ছিল?
ক. কবিতার প্রতি খ. শিশু-কিশোরদের প্রতি
গ. মাটি ও মানুষের প্রতি
ঘ. সাংবাদিকতার প্রতি
১৪. চিরকাল যে শিশুর মতো সহজ, অকৃত্রিম ও মমতায় থাকে, তাকে বলে—
ক. বাল্যকাল খ. আজীবন বালক
গ. শিশুর মতো আচরণকারী ঘ. চিরশিশু
১৫. কখন সন্ধি করার বিধান নেই?
ক. ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
খ. ছন্দ লালিত্য সৃষ্টি না হলে
গ. আয়াস লাঘব না হলে ঘ. শব্দ কাঠিন্যপ্রাপ্ত হলে
১৬. ‘আদায় কাঁচকলায়’ বাগ্ধারাটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত কোনটি?
ক. নয়ছয় খ. বনে-বাদাড়ে
গ. সাপে-নেউলে ঘ. আমে-দুধে
১৭. ‘ঞ্চ’ সংযুক্ত বর্ণটি গঠনে নিচের কোনটি যথার্থ?
ক. জ+ঞ খ. ঞ+জ গ. ঞ+চ ঘ. চ+ঞ
১৮. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধিজাত শব্দ?
ক. পরিষ্কার খ. পুরস্কার গ. সংস্কার ঘ. পরস্পর
১৯. ‘গুরু’ শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. গুরুমা খ. গুরুজায়া গ. গুর্বী ঘ. গুরুগি
২০. ‘তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ’ বাক্যে দ্বিরুক্তির ব্যবহার ও ধরন কী রকম হয়েছে?
ক. বিশেষ্য শব্দ যুগলের বিশেষণরূপে
খ. বিশেষণ শব্দ যুগলের বিশেষণরূপে
গ. ক্রিয়াবাচক শব্দের বিশেষণরূপে
ঘ. বিশেষণ শব্দ যুগলের ক্রিয়া বিশেষণরূপে
২১. ‘উেকাচ’ শব্দে ‘উত্’ উপসর্গটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?
ক. ঊর্ধ্বমুখিতা খ. আতিশয্য
গ. উপায় ঘ. অপকর্ষ
২২. সাকল্য-বাচক সর্বনামের উদাহরণ কোনটি?
ক. যারা খ. ঐসব গ. তারা ঘ. সকল
২৩. শব্দের ক্ষুদ্রাংশকে কী বলে?
ক. ধ্বনিমূল খ. রূপ গ. বর্ণ ঘ. ধ্বনি
২৪. ‘আজ যদি পারি, একবার সেখানে যাব।’ বাক্যে কী ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে?
ক. অনুগামী সমুচ্চয়ী অব্যয়
খ. সংকোচক অব্যয়
গ. পদান্বয়ী অব্যয় ঘ. বাক্যালংকার অব্যয়
২৫. ‘পঞ্চায়েত’ কোন জাতীয় বিশেষ্য পদ?
ক. সংখ্যাবাচক খ. সমষ্টিবাচক
গ. গুণবাচক ঘ. জাতিবাচক
২৬. বর্ণনীয় বিষয় প্রত্যক্ষীভূত করতে কোন কালের ক্রিয়ারূপ ব্যবহূত হয়?
ক. ঘটমান বর্তমান খ. সাধারণ অতীত
গ. সাধারণ বর্তমান ঘ. নিত্যবৃত্ত বর্তমান
২৭. ভবিষ্যত্ কালের অনুজ্ঞায় ‘আদেশ’ প্রকাশ পেয়েছে কোনটিতে?
ক. পারলে কাল একবার এসো
খ. সত্য কথা গোপন কোরো না
গ. চেষ্টা করো, হয়তো অজানা থাকবে না
ঘ. সর্বদা সত্য কথা বলবে
২৮. বাক্যে বহুপদময় বিশেষণ কোথায় বসে?
ক. প্রথমে খ. বিশেষ্যের আগে
গ. সর্বনামের আগে
ঘ. সমাপিকা ক্রিয়ার পরে
২৯. অনুবাদের ক্ষেত্রে মূলের কোন দিকটি অটুট রাখতে হয়?
ক. লক্ষ্যার্থ খ. ভাব
গ. বাক্যবিন্যাস ঘ. অলংকরণ
৩০. ব্যাকরণের অন্যতম প্রধান কাজ কী?
ক. ভাষাকে গতিশীল করা
খ. ভাষাকে বিশুদ্ধ করা
গ. ভাষাকে যুগোপযোগী করা
ঘ. ভাষাকে বিশ্লেষণ করা
৩১. বাংলাদেশের রণসংগীতের/জাতীয় সংগীতের প্রথম ১০ লাইন লেখো। ৫
৩২. ‘বিদেশি চ্যানেলগুলোতে প্রচারিত বিভিন্ন সিরিয়াল আমাদের নিজস্ব সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে’ উক্তিটির যথার্থতা আলোচনা করো। ৫
অধ্যক্ষ
প্রচেষ্টা ক্যাডেট স্কুল, তাজমহল রোড, ঢাকা
ক. আসমানের তারা খ. প্রজাপতি
গ. শ্যামলী মায়ের কোল ঘ. পাতার দেশের পাখি
২. কামিনী রায় ১৫ বছর বয়সে যে কাব্য রচনা করেন তার নাম কী?
ক. নির্মাল্য খ. অশোক সংগীত
গ. জীবন পথে ঘ. আলো ও ছায়া
৩. বনফুলের প্রকৃত নাম কী?
ক. নীরোদচন্দ্র সাহা খ. সুকুমার রায়
গ. বনযোগীচন্দ্র ঘ. বলাই চাঁদ মুখোপাধ্যায়
৪. হুমায়ুন আজাদের কবিতাগ্রন্থ হচ্ছে—
ক. অলৌকিক ইস্টিমার খ. ভাষা আন্দোলন
গ. ফাগুন মাস ঘ. অরণ্য নীলিমা
৫. ভীড় নয়, স্রোত। কিসের স্রোত?
ক. মানুষের স্রোত খ. নদীর স্রোত
গ. রক্তের স্রোত ঘ. গানের স্রোত
৬. প্রথম কখন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনার তৈরি করেন—
ক. বিকেলবেলা খ. রাতের বেলা
গ. সকালবেলা ঘ. দুপুরবেলা
৭. ‘আকাশ’ রচনার মূল উদ্দেশ্য কী?
ক. বিজ্ঞানচেতনা সৃষ্টি
খ. আকাশ নীল দেখানোর কারণ জানানো
গ. আকাশের রহস্যময়তা জানানো
ঘ. আকাশে যাওয়ার জন্য
৮. ‘কতদিকে কত কারিগর’ রচনার মূল লক্ষ্য কী?
ক. দেশজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া
খ. লোকশিল্পীদের সম্পর্কে জানতে আগ্রহী করে তোলা
গ. লোকজ পণ্যের প্রতি আগ্রহী করে তোলা
ঘ. দেশজ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও মমত্ববোধ সৃষ্টি করা
৯. আনিসুজ্জামান সাহিত্য সাধনা ও গবেষণার স্বীকৃতি হিসেবে কী পুরস্কার লাভ করেন?
ক. দাউদ পুরস্কার খ. বাংলা একাডেমি পুরস্কার
গ. একুশে পদক ঘ. ওপরের সব কটি
১০. ‘জানি নে তোর ধন-রতন’ এখানে কী বোঝানো হয়েছে?
ক. টাকাকড়ি খ. লুকানো সম্পদ
গ. গুপ্তধন ঘ. প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য
১১. ‘ছিন্ন’ শব্দের অর্থ কী?
ক. বিচ্ছিন্ন খ. ছেঁড়া গ. এলোমেলো ঘ. ছেদ করা
১২. একই পৃথিবীর স্তন্যে লালিত ‘দ্বারা’ পৃথিবীকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. দেশের সঙ্গে খ. নদীর সঙ্গে
গ. সাগরের সঙ্গে ঘ. মায়ের সঙ্গে
১৩. সানাউল হকের কিসের প্রতি গভীর আকর্ষণ ছিল?
ক. কবিতার প্রতি খ. শিশু-কিশোরদের প্রতি
গ. মাটি ও মানুষের প্রতি
ঘ. সাংবাদিকতার প্রতি
১৪. চিরকাল যে শিশুর মতো সহজ, অকৃত্রিম ও মমতায় থাকে, তাকে বলে—
ক. বাল্যকাল খ. আজীবন বালক
গ. শিশুর মতো আচরণকারী ঘ. চিরশিশু
১৫. কখন সন্ধি করার বিধান নেই?
ক. ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
খ. ছন্দ লালিত্য সৃষ্টি না হলে
গ. আয়াস লাঘব না হলে ঘ. শব্দ কাঠিন্যপ্রাপ্ত হলে
১৬. ‘আদায় কাঁচকলায়’ বাগ্ধারাটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত কোনটি?
ক. নয়ছয় খ. বনে-বাদাড়ে
গ. সাপে-নেউলে ঘ. আমে-দুধে
১৭. ‘ঞ্চ’ সংযুক্ত বর্ণটি গঠনে নিচের কোনটি যথার্থ?
ক. জ+ঞ খ. ঞ+জ গ. ঞ+চ ঘ. চ+ঞ
১৮. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধিজাত শব্দ?
ক. পরিষ্কার খ. পুরস্কার গ. সংস্কার ঘ. পরস্পর
১৯. ‘গুরু’ শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. গুরুমা খ. গুরুজায়া গ. গুর্বী ঘ. গুরুগি
২০. ‘তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ’ বাক্যে দ্বিরুক্তির ব্যবহার ও ধরন কী রকম হয়েছে?
ক. বিশেষ্য শব্দ যুগলের বিশেষণরূপে
খ. বিশেষণ শব্দ যুগলের বিশেষণরূপে
গ. ক্রিয়াবাচক শব্দের বিশেষণরূপে
ঘ. বিশেষণ শব্দ যুগলের ক্রিয়া বিশেষণরূপে
২১. ‘উেকাচ’ শব্দে ‘উত্’ উপসর্গটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?
ক. ঊর্ধ্বমুখিতা খ. আতিশয্য
গ. উপায় ঘ. অপকর্ষ
২২. সাকল্য-বাচক সর্বনামের উদাহরণ কোনটি?
ক. যারা খ. ঐসব গ. তারা ঘ. সকল
২৩. শব্দের ক্ষুদ্রাংশকে কী বলে?
ক. ধ্বনিমূল খ. রূপ গ. বর্ণ ঘ. ধ্বনি
২৪. ‘আজ যদি পারি, একবার সেখানে যাব।’ বাক্যে কী ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে?
ক. অনুগামী সমুচ্চয়ী অব্যয়
খ. সংকোচক অব্যয়
গ. পদান্বয়ী অব্যয় ঘ. বাক্যালংকার অব্যয়
২৫. ‘পঞ্চায়েত’ কোন জাতীয় বিশেষ্য পদ?
ক. সংখ্যাবাচক খ. সমষ্টিবাচক
গ. গুণবাচক ঘ. জাতিবাচক
২৬. বর্ণনীয় বিষয় প্রত্যক্ষীভূত করতে কোন কালের ক্রিয়ারূপ ব্যবহূত হয়?
ক. ঘটমান বর্তমান খ. সাধারণ অতীত
গ. সাধারণ বর্তমান ঘ. নিত্যবৃত্ত বর্তমান
২৭. ভবিষ্যত্ কালের অনুজ্ঞায় ‘আদেশ’ প্রকাশ পেয়েছে কোনটিতে?
ক. পারলে কাল একবার এসো
খ. সত্য কথা গোপন কোরো না
গ. চেষ্টা করো, হয়তো অজানা থাকবে না
ঘ. সর্বদা সত্য কথা বলবে
২৮. বাক্যে বহুপদময় বিশেষণ কোথায় বসে?
ক. প্রথমে খ. বিশেষ্যের আগে
গ. সর্বনামের আগে
ঘ. সমাপিকা ক্রিয়ার পরে
২৯. অনুবাদের ক্ষেত্রে মূলের কোন দিকটি অটুট রাখতে হয়?
ক. লক্ষ্যার্থ খ. ভাব
গ. বাক্যবিন্যাস ঘ. অলংকরণ
৩০. ব্যাকরণের অন্যতম প্রধান কাজ কী?
ক. ভাষাকে গতিশীল করা
খ. ভাষাকে বিশুদ্ধ করা
গ. ভাষাকে যুগোপযোগী করা
ঘ. ভাষাকে বিশ্লেষণ করা
৩১. বাংলাদেশের রণসংগীতের/জাতীয় সংগীতের প্রথম ১০ লাইন লেখো। ৫
৩২. ‘বিদেশি চ্যানেলগুলোতে প্রচারিত বিভিন্ন সিরিয়াল আমাদের নিজস্ব সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে’ উক্তিটির যথার্থতা আলোচনা করো। ৫
অধ্যক্ষ
প্রচেষ্টা ক্যাডেট স্কুল, তাজমহল রোড, ঢাকা
ক্যাডেট ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-২-এর সঠিক উত্তর
বাংলা (বহুনির্বাচনি অংশ)
১. খ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. গ ২৫. খ ২৬. ঘ ২৭. ঘ ২৮. ক ২৯. খ ৩০. ঘ।
১. খ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. গ ২৫. খ ২৬. ঘ ২৭. ঘ ২৮. ক ২৯. খ ৩০. ঘ।
This is very nice post. Thanks for sharing with us.
ReplyDeleteLove
You may also visit my blog and leave your sweet comment.
Online Study Care 24
ENGLISH FOR TODAY | Class Eight
ENGLISH FOR TODAY | Classes Nine-Ten
ENGLISH FOR TODAY | Classes Eleven-Twelve