ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৪ - সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর পর্ব - ৩৮

বুদ্ধিমত্তা

. ৩০-৪০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?

. ১১১৫ . ১১৪৭

. ১২৫০ . ২৭১২

. A School has always .

. chair . classrooms

. students . desks

. একটি রাষ্ট্রের থাকতেই হবে।

. প্রেসিডেন্ট . প্রধানমন্ত্রী

. সার্বভৌমত্ব . সংসদ

. A bird has always —.

. feathers . cage

. eggs . nest

. যেখানেআছে, সেখানে স্বাধীনতাও আছে।

. গণতন্ত্র . বিচার

. আইন . সংসদ

. ঢাকা যদি জাহাঙ্গীরনগর হয়, তবে বগুড়া কী হবে?

. ময়নামতি . মহাস্থান গড়

. পাহাড়পুর . শালবন বিহার

. গ্যাস যদি বিদ্যুৎ হয়, তবে পানি কী হবে?

. জীবন . বৃষ্টি

. অক্সিজেন . সেচকাজ

. নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

. চাঁদ . পৃথিবী

. মঙ্গল . প্লুটো

. নিচের চারটির মধে৵ কোনটি ভিন্ন?

. পিতল . তামা

. লোহা . টিন

১০. সঠিক উত্তর কোনটি?

ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।

. পুষ্টিকর খাদ্য . সচেতনতা

. টিকাদান . অর্থ

১১. মাতাপিতাকে শ্রদ্ধা করা আমাদের

. ধর্ম . নিয়ম

. কর্তব্য . আয়োজন

১২. নিচের কোনটি অন্যগুলোর চেয়ে আলাদা?

. ফুটবল . ভলিবল

. কাবাডি . ক্রিকেট

১৩. কোন বানানটি সঠিক?

. নিশিথিনী . নীশিথিনী

. নিশীথিনী . নিশিথিনি

১৪. কোন বানানটি শুদ্ধ?

. মুমুর্ষ . মুমুর্ষূ

. মূমুষু৴ . মুমূর্ষু

১৫. কোন উত্তরটি সঠিক?

. Tsunami . Sunami

. Suname . Sunamee

১৬. থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

. ৪৯৯৯ . ৫৫০১

. ৫০৫০ . ৫০৫১

১৭. এর কত শতাংশ হবে?

. ২০০ . ৪০০

. ৪৪০ . ৪৫০

১৮. থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

. ২২টি . ২৪টি

. ২৫টি . ২৮টি

১৯. সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?

. বাস্তব . জটিল

. মূলদ . অমূলদ

উত্তর: . . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯.

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.