ক্যাডেট কলেজে ভর্তি - বাংলা (১২)
মোট ৩০০ নম্বরের পরীক্ষায় বাংলায় থাকবে ৬০ নম্বর। এর মধ্যে বহুনির্বাচনি প্রশ্ন (ব্যাকরণ অংশ সহ) , ভাব-সম্প্রসারণ, অনুচ্ছেদ লিখন, অনুধাবন, সারাংশ ও সারমর্ম—থাকবে
ব্যাকরণ
১.দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয়, তখন একে কী বলে?
উত্তর: সমশব্দ
২.‘কৃতি’-এর সমশব্দ কী?
উত্তর: কাজ
৩.যেসব শব্দ সমান বা একই শব্দ প্রকাশ করে তাকে কী বলে?
উত্তর: সমার্থক শব্দ
৪.‘শশাঙ্ক’-এর সমার্থক শব্দ কোনটি?
উত্তর: চাঁদ
৫.সমার্থক শব্দের অপর নাম কী?
উত্তর: প্রতিশব্দ
৬.‘আকাশ’-এর প্রতিশব্দ কোনটি?
উত্তর: গগন
৭.‘বসুন্ধরা’শব্দটির প্রতিশব্দ কোনটি?
উত্তর: পৃথিবী
৮.
‘গাল’শব্দের প্রতিশব্দ কী?
উত্তর: কপোল
৯.‘জল’শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: নীর
১০.‘পাহাড়’শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: ভূধর
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী
No comments