ক্যাডেট কলেজে ভর্তি -সাধারণ জ্ঞান (১৬)
মোট ৩০০ নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞানে থাকবে ৪০ নম্বর। এর মধ্যে সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনাবলি—থাকবে
আন্তর্জাতিক সম্পর্কিত
১.MDG-এর লক্ষ্যমাত্রা কয়টি?
উত্তর: ৮টি
২.SDG-এর লক্ষ্য কয়টি?
উত্তর: ১৭টি
৩.শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ কোন পুরস্কার লাভ করে?
উত্তর: MDG-২০১০
৪.‘ফ্রাইডে ফর ফিউচার’কী?
উত্তর: পরিবেশদূষণের বিরুদ্ধে আন্দোলন
৫.ম্যাগসাইসাই পুরস্কার প্রদান করে কোন দেশ?
উত্তর: ফিলিপাইন
৬.বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী?
উত্তর: পিপীলিকা
৭.বর্তমানে মৌলিক পদার্থের সংখ্যা কয়টি?
উত্তর: ১১৮টি
৮.থার্মোমিটারে কোন পদার্থ থাকে?
উত্তর: পারদ
৯.SWIFT কোড কোথায় ব্যবহৃত হয়?
উত্তর: ব্যাংকে
১০.ওজোন স্তরের ক্ষতির জন্য বেশি দায়ী কে?
উত্তর: CFC
বিজ্ঞান সম্পর্কিত
১.সর্বোচ্চ গলনাঙ্কের ধাতু কোনটি?
উত্তর: টাংস্টেন
২.সর্বনিম্ন গলনাঙ্কের ধাতু কোনটি?
উত্তর: পারদ
৩.প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
উত্তর: হীরক
৪.মানবদেহে কশেরুকার সংখ্যা কয়টি?
উত্তর: ৩৩টি
৫.সমুদ্রস্রোতের প্রধান কারণ কী?
উত্তর: বায়ুপ্রবাহ
৬.ড্রোন কী?
উত্তর: চালকবিহীন বিমান
মো. আফলাতুন,সহযোগী অধ্যাপক,ফেনী সরকারি কলেজ, ফেনী
No comments