ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (১৫)

মোট ৩০০ নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞানে থাকবে ৪০ নম্বর। এর মধ্যে সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনাবলিথাকবে

আন্তর্জাতিক বিষয়ক

MDG-Millennium Development Goals.

SDG-Sustainable Development Goals.

IMF-International Monetary Fund.

EFT-Electronic Fund Transfer.

. সলোমন দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কী?

উত্তর: হোলিয়ারা

. Blue Beret কাকে বলা হয়?

উত্তর: জাতিসংঘ শান্তি মিশনকে

. জাতিসংঘ শান্তি মিশন কত সালে নোবেল পুরস্কার লাভ করে?

উত্তর: ১৯৮৮ সালে

. গ্রিনপিসকী?

উত্তর: একটি পরিবেশবিষয়ক সংস্থা

. মান্দারিন কোন দেশের ভাষা?

উত্তর: চীন

. বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?

উত্তর: ইংরেজি

. ইউরোমুদ্রার জনক কে?

উত্তর: রবার্ট মুন্ডেল

. সিল্ক রুটের দেশকোনটি?

উত্তর: ইরান

. উত্তমাশাকী?

উত্তর: অন্তরীপ

১০. মানুষের গড় আয়ু কোন দেশে সবচেয়ে বেশি?

উত্তর: হংকং

১১. বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশ কোনটি?

উত্তর: রাশিয়া

১২. নোবেল পুরস্কার দেওয়া হয় কয়টি ক্ষেত্রে?

উত্তর: ৬টি

১৩. রেডক্রসপ্রতিষ্ঠানটি কতবার নোবেল পুরস্কার লাভ করেছে?

উত্তর: তিনবার

১৪. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?

উত্তর: ৪টি

১৫. পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কী?

উত্তর: র৵াফলেশিয়া

১৬. বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক প্রকাশ করে কে?

উত্তর: জার্মানওয়াচ

১৭. কার্টাগেনা প্রটোকলকী?

উত্তর: জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি

১৮. আন্তর্জাতিক শিশু সনদগৃহীত হয়কবে?

উত্তর: ১৯৮১ সালের ২০নভেম্বর

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.