ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - বাংলা (২)

ভাষা বাংলা ভাষা

১১. প্রশ্ন: সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষাবৈচিত্র্যকে কী ভাষা বলে?

উত্তর: পেশাগত ভাষা

১২. প্রশ্ন: বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, তখন উদ্ভাবকেরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কী বলে?

উত্তর: সাধু ভাষা

১৩. প্রশ্ন: উপভাষা প্রমিত ভাষার পার্থক্য কেমন?

উত্তর: সুস্পষ্ট

১৪. প্রশ্ন: মহৎ সাহিত্যিকেরা প্রত্যেকে কেমন ভাষারূপ সৃষ্টি করেন?

উত্তর: নিজস্ব

১৫. প্রশ্ন: সাধুরীতি ভাষার জন্ম হয়েছে কত সালে?

উত্তর: ১৮০০ সালে

১৬. প্রশ্ন: চলিতরীতি ভাষার সৃষ্টি হয়েছে কত সালে?

উত্তর: ১৯১৪ সা

১৭. প্রশ্ন: বাংলা সাধু ভাষার জনক বলা হয় কাকে?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

১৮. প্রশ্ন: সাধু ভাষাকে প্রাঞ্জল করতে প্রথম কে কাজ করেন?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৯. প্রশ্ন: প্রমিত ভাষা কী করে শিখতে হয়?

উত্তর: চর্চা করে

২০. প্রশ্ন: কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট?

উত্তর: সাধু ভাষা

No comments

Powered by Blogger.