ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - গণিত (২)

ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - গণিত ()

সংক্ষিপ্ত প্রশ্ন

১১. প্রশ্ন: একটি সামান্তরিকের বিপরীত শীর্ষ বিন্দুর সংযোগকারী রেখাকে কী বলে?

উত্তর: কর্ণ।

১২. প্রশ্ন: সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের কোথায় মিলিত হয়?

উত্তর: মধ্য বিন্দুতে।

১৩. প্রশ্ন: রম্বসের কর্ণদ্বয় পরস্পরের কোথায় মিলিত হয়?

উত্তর: মধ্য বিন্দুতে।

১৪. প্রশ্ন: সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য কী ধরনের হয়ে থাকে?

উত্তর: সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য সমান হয় না।

১৫. প্রশ্ন: রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য কী ধরনের হয়ে থাকে?

উত্তর: রম্বসের সব বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান।

১৬. প্রশ্ন: একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে কী করতে হবে?

উত্তর: দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হবে

১৭. প্রশ্ন: কিলোমিটার= কত মিটার?

উত্তর: ১০০০ মিটার।

১৮. প্রশ্ন: মেট্রিক টন = কত কিলোগ্রাম?

উত্তর: ১০০০ কিলোগ্রাম

১৯. প্রশ্ন: মেট্রিক টন = কত কুইন্টাল?

উত্তর: ১০ কুইন্টাল

২০. প্রশ্ন: ১০০০ ঘন সেন্টিমিটার = কত লিটার?

উত্তর: লিটার

No comments

Powered by Blogger.