ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - বাংলা (৩)

ভাষা বাংলা ভাষা

. প্রশ্ন: দেশের সংবাদপত্র ইলেকট্রনিক মাধ্যমে কোন ভাষা ব্যবহার হয়?

উত্তর: প্রমিত ভাষা

. প্রশ্ন: কোন কলেজকে কেন্দ্র করে বাংলা ভাষায় গদ্যচর্চা শুরু হয়?

উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজ

. প্রশ্ন: সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে?

উত্তর: প্রমথ চৌধুরী

. প্রশ্ন: ধ্বনি কাকে বলে?

উত্তর: ভাষার ক্ষুদ্রতম অংশকে

. প্রশ্ন: বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি কয়টি?

উত্তর: ৭টি

. প্রশ্ন: বাংলা স্বরবর্ণের সংখ্যা কয়টি?

উত্তর: ১১টি

. প্রশ্ন: স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

উত্তর: কার

. প্রশ্ন: বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?

উত্তর: ৩২টি

. প্রশ্ন: বাংলা ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?

উত্তর: ৩৯টি

১০. প্রশ্ন: ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

উত্তর: ফলা

১১. প্রশ্ন: একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কী বলে?

উত্তর: দ্বিত্ব ব্যঞ্জন

১২. প্রশ্ন: ব্যঞ্জনদ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে কী বলে?

উত্তর: যুক্তব্যঞ্জন

১৩. প্রশ্ন: বাংলা ভাষার অনুনাসিক স্বরধ্বনি কয়টি?

উত্তর: ৭টি

১৪. প্রশ্ন: বাংলা মৌখিক অনুনাসিক স্বরধ্বনি মিলে স্বরধ্বনির সংখ্যা কত?

উত্তর: ১৪টি

১৫. প্রশ্ন: সন্ধির প্রধান উদ্দেশ্য কী?

উত্তর: স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা

১৬. প্রশ্ন: কোনটি সন্ধির অন্যতম উদ্দেশ্য?

উত্তর: ধ্বনিগত মাধুর্য সম্পাদন

১৭. প্রশ্ন:যথেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর: যথা+ইচ্ছা

১৮. প্রশ্ন: ভাষাকে লিখে প্রকাশ করার চিহ্নকে কী বলে?

উত্তর: বর্ণ

১৯. প্রশ্ন: ধ্বনি উচ্চারণের উত্স কোনটি?

উত্তর: ফুসফুস

২০. প্রশ্ন: বাংলা বর্ণমালায় কার কয়টি?

উত্তর: ১০টি

২১. প্রশ্ন: যে বর্ণ উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে কী বর্ণ বলে?

উত্তর: অল্পপ্রাণ বর্ণ

২২. প্রশ্ন: বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?

উত্তর: ৩টি

No comments

Powered by Blogger.