মডেল টেস্ট ১ ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা ২০২৪
৩০০ নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট ১ ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা ২০২৪
তোমরা যারা আগামী ২৩ ডিসেম্বর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২৪-এ অংশ নিতে যাচ্ছ তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাই করতে বরাবরের মতো এবারও প্রথম আলো আয়োজন করেছে ৩০০ নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট।
নির্দেশনা:
নিচের নির্দেশনাটি মেনে চললে এই মডেল টেস্ট থেকে সর্বোচ্চ উপকার পাবে।
১. প্রথমেই মডেল টেস্টটি প্রিন্ট করে নাও। এখানে দুইভাবে প্রিন্ট করা যাবে, বুকলেট আকারে অথবা সাধারণ প্রিন্ট আকারে; তোমার যেভাবে সুবিধা হয় সেভাবে প্রিন্ট করে নাও।
২. তারপর ঘড়ি ধরে পুরো ৩ ঘন্টার একটা পরীক্ষা দাও এমনভাবে যেনো তুমি ক্যাডেট কলেজের মূল পরীক্ষা দিচ্ছ।
৩. পরীক্ষা কেমন হলো সেটা যাচাই করতে আমরা সঠিক উত্তরের একটি উত্তরমালা দিব আগামীকাল। উত্তরমালা পেতে চোখ রাখো প্রথম আলো অনলাইনে ও ‘পড়াশোনা-প্রথম আলো’র ফেসবুক পেজে। তাছাড়া এই মডেল টেস্টটি ইতিমধ্যে প্রথম আলোর পড়াশোনা পাতায় ছাপা হয়েছে চার পর্বে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো।
No comments