মডেল টেস্ট ১ ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা ২০২৪

৩০০ নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা ২০২৪

তোমরা যারা আগামী ২৩ ডিসেম্বর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২৪- অংশ নিতে যাচ্ছ তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাই করতে বরাবরের মতো এবারও প্রথম আলো আয়োজন করেছে ৩০০ নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট।

নির্দেশনা:

নিচের নির্দেশনাটি মেনে চললে এই মডেল টেস্ট থেকে সর্বোচ্চ উপকার পাবে।

. প্রথমেই মডেল টেস্টটি প্রিন্ট করে নাও। এখানে দুইভাবে প্রিন্ট করা যাবে, বুকলেট আকারে অথবা সাধারণ প্রিন্ট আকারে; তোমার যেভাবে সুবিধা হয় সেভাবে প্রিন্ট করে নাও।

. তারপর ঘড়ি ধরে পুরো ঘন্টার একটা পরীক্ষা দাও এমনভাবে যেনো তুমি ক্যাডেট কলেজের মূল পরীক্ষা দিচ্ছ।

. পরীক্ষা কেমন হলো সেটা যাচাই করতে আমরা সঠিক উত্তরের একটি উত্তরমালা দিব আগামীকাল। উত্তরমালা পেতে চোখ রাখো প্রথম আলো অনলাইনে পড়াশোনা-প্রথম আলো ফেসবুক পেজে। তাছাড়া এই মডেল টেস্টটি ইতিমধ্যে প্রথম আলোর পড়াশোনা পাতায় ছাপা হয়েছে চার পর্বে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো।





















No comments

Powered by Blogger.