ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৪ - সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব - ৭৬

সাধারণ
জ্ঞান বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৭৬) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

সাধারণ জ্ঞান

প্রশ্ন: ফুটবলে ২০২৩ সালের ব্যালন ডিঅর জয়ী কে?

উত্তর: লিওনেল মেসি

প্রশ্ন: ওয়ানডে ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০টি সেঞ্চুরি করেন কে?

উত্তর: বিরাট কোহলি

প্রশ্ন: ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটি দেশ অংশগ্রহণ করবে?

উত্তর: ৮টি

প্রশ্ন: ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে?

উত্তর: বিরাট কোহলি

প্রশ্ন: ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ম্যান অব দ্য ফাইনাল হন কে?

উত্তর: ট্রাভিস হেড

প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেট কোন খেলোয়াড় ডাবল সেঞ্চুরি করেন?

উত্তর: মার্টিন গাপটিল, ক্রিস গেইল গ্লেন ম্যাক্সওয়েল

প্রশ্ন: WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক কে?

উত্তর: সায়মা ওয়াজেদ পুতুল

প্রশ্ন: কক্সবাজার রেলস্টেশনের স্থপতি কে?

উত্তর: মোহাম্মদ ফয়েজ উল্লাহ

প্রশ্ন: দেশের প্রথম মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল রুটের উদ্বোধন কবে হয়?

উত্তর: নভেম্বর ২০২৩

প্রশ্ন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথ কমান্ড কোন তারিখে গঠিত হয়?

উত্তর: ডিসেম্বর ১৯৭১

প্রশ্ন: বাংলাদেশের কোন স্থানকে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়?

উত্তর: মহাস্থানগড়

প্রশ্ন: দোহাজারীকক্সবাজার রেলপথের দৈর্ঘ্য কত?

উত্তর: ১০১ কিলোমিটার

প্রশ্ন:মনপুরা৭০ কী?

উত্তর: একটি চিত্রকর্ম

প্রশ্ন: বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?

উত্তর: বেগম রাজিয়া বানু

প্রশ্ন:বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?

উত্তর: মোনরোভিয়া, লাইবেরিয়া

প্রশ্ন: ছেড়াদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত?

উত্তর: সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে

প্রশ্ন: বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?

উত্তর: ৬৭৬ জন

প্রশ্ন: জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা একজন রাজা। তাঁর নাম কী?

উত্তর: বল্লাল সেন

প্রশ্ন: জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?

উত্তর: আন্তোনিও গুতেরেস

প্রশ্ন: বিশ্বগ্রাম ধারণাটির প্রবর্তক কে?

উত্তর: মার্শাল ম্যাকলুহান

প্রশ্ন: অলিভ পর্বতটি কোথায় অবস্থিত?

উত্তর: জেরুজালেমে

প্রশ্ন: ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়?

উত্তর: প্যারিসে

প্রশ্ন: মাউন্ট এভারেস্ট জয়ী নারীর নাম কী?

উত্তর: জুনকো তাবেই

প্রশ্ন:আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি’—উক্তিটি কার?

উত্তর: ফিদেল ক্যাস্ত্রোর

প্রশ্ন: ‘The Clash of Civilization and the Remaking of World Order’ গ্রন্থটি কে লিখেছেন?

উত্তর: স্যামুয়েল পি হান্টিংটন

প্রশ্ন: আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

উত্তর: কাজাখস্তান

প্রশ্ন: কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়?

উত্তর: নরম্যান বোরল্যাগ

প্রশ্ন:জি২০ ফোরামে কয়টি দেশ রয়েছে?

উত্তর: ২০টি

প্রশ্ন: কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করেন?

উত্তর: নিউজিল্যান্ড

প্রশ্ন:মানব উন্নয়ন সূচক ২০২২ র৵াঙ্কিংয়ে বিশ্বে প্রথম দেশ কোনটি?

উত্তর: সুইজারল্যান্ড

প্রশ্ন: রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন যুদ্ধবিমানের নাম কী?

উত্তর: এফ২২ র৵াপটর

প্রশ্ন: ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয় কত সালে?

উত্তর: ১৬১০ সালে

প্রশ্ন: White color crime বা ভদ্রবেশী অপরাধ প্রত্যয়টি কে প্রথম ব্যবহার করেন?

উত্তর: সাদারল্যান্ড

প্রশ্ন: ‘A Long Walk to Freedom’ বইটির লেখক কে?

উত্তর: নেলসন ম্যান্ডেলা।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.