ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৪ - বাংলা প্রশ্নোত্তর পর্ব - ২৮
মূল শব্দ বিপরীতার্থক
শব্দ
অসীম সসীম
আর্দ্র শুষ্ক
আলো আঁধার
আপন পর
আসামি ফরিয়াদি
আমদানি রপ্তানি
আদি অন্ত
আকাশ পাতাল
আনন্দ নিরানন্দ
আয় ব্যয়
আসল নকল
আর্য অনার্য
ইচ্ছা অনিচ্ছা
ইহলোক পরলোক
ইতর ভদ্র
ইষ্ট অনিষ্ট
ঈর্ষা প্রীতি
উন্নতি অবনতি
উজান ভাটি
উর্বর অনুব৴র
উৎকৃষ্ট নিকৃষ্ট
উষ্ণ শীতল
উঁচু নিচু
উপস্থিত অনুপস্থিত
মূল শব্দ বিপরীতার্থক শব্দ
উত্থান পতন
উপকার অপকার
উদার সংকীর্ণ
উত্তরণ অবতরণ
উদয় অস্ত
উত্তাপ শৈত৵
ঊর্ধ্ব নিম্ন
একাল সেকাল
একক সামগ্রিক
ঐক্য অনৈক্য
কাঁচা পাকা
কৃত্রিম অকৃত্রিম
কৃষ্ণ শুক্ল
কঠিন কোমল
কথ্য অকথ্য
কপটতা সরলতা
কুৎসিত সুন্দর
মূল শব্দ বিপরীতার্থক শব্দ
খাদ্য অখাদ্য
খাঁটি ভেজাল
খুচরা পাইকারি
খোলা বন্ধ
খ্যাতি অখ্যাতি
গরম ঠান্ডা
গ্রহণ বর্জন
গদ্য পদ্য
গৌণ মুখ্য
গুরু লঘু
গুণ দোষ
ঘন পাতলা
ঘোলা স্বচ্ছ
ঘর বাহির
ঘাত প্রতিঘাত
ঘুমিয়ে জেগে
চোখা ভোঁতা
চিরকাল ক্ষণকাল
চড়াই উৎরাই
চঞ্চল স্থির
চালাক বোকা
জাগ্রত সুপ্ত
জয় পরাজয়
জ্ঞাত অজ্ঞাত
জীবিত মৃত
জিত হার
জয় পরাজয়
জ্ঞানী মূর্খ
ডান বাম
তির্যক ঋজু
তাপ শৈত৵
তপ্ত শীতল
আমিনুল ইসলাম, প্রভাষক উত্তরা মডেল স্কুল, ঢাকা
No comments