ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৪ - বাংলা প্রশ্নোত্তর পর্ব - ২৯

মূল শব্দ    বিপরীতার্থক শব্দ

দেনা পাওনা

দুর্গম সুগম

দূরে কাছে

দীর্ঘ হ্রস্ব

দৈন্য প্রাচুর্য

ধ্বংস সৃষ্টি

ধনী গরিব

ন্যূন অধিক

নরম কঠিন

নিরক্ষর সাক্ষর

নীরব সরব

নির্দয় সদয়

প্রশংসা নিন্দা

পাপ পুণ্য

পছন্দ অপছন্দ

প্রবেশ প্রস্থান

প্রকৃত বিকৃত

প্রত্যক্ষ পরোক্ষ

নিচু উঁচু

বন্য সভ্য

বিষ অমৃত

বিশ্বাসী অবিশ্বাসী

ভালো মন্দ

ভাঙা গড়া

মূল শব্দ     বিপরীতার্থক শব্দ

ভেতর বাহির

ভীরু সাহসী

ভয় অভয়

ভৃত্য প্রভু

মূর্ত বিমূর্ত

মহৎ নীচ

মুখ্য গৌণ

গভীর অগভীর

মুখ্য গৌণ

রিক্ত পূর্ণ

যৌবন বার্ধক্য

যাও এসো

রাত দিন

লাভ ক্ষতি

শুষ্ক সিক্ত

শোক হর্ষ

কম বেশি

শীঘ্র বিলম্ব

শিষ্ট অশিষ্ট

শত্রু মিত্র

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

No comments

Powered by Blogger.