ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৪ - সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব - ৭১
সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৭১) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪
সঠিক উত্তরটি খাতায় লেখো (১-২০)
১. বিজ্ঞানকে তুলনা করা হয় কিসের সঙ্গে?
ক. জ্ঞান খ. প্রযুক্তি
গ. চলমান ধারা ঘ. প্রক্রিয়া
২. ১ কিলোমিটার সমান কত মিটার?
ক. ১০ খ. ১০০
গ. ১০০০ ঘ. ১০০০০
৩. সময় পরিমাপের সব পদ্ধতির একক কোনটি?
ক. সেকেন্ড খ. মিনিট
গ. ঘণ্টা ঘ. দিন
৪. নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণী?
ক. মশা খ. হাঁস
গ. কেঁচো ঘ. প্রজাপতি
৫. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?
ক. ২৬ মার্চ খ. ২৫ মার্চ
গ. ২৭ মার্চ ঘ. ৭ মার্চ
৬. বাংলাদেশ কয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়?
ক. ৯ মাস খ. ১০ মাস
গ. ৮ মাস ঘ. ৭ মাস
৭. দক্ষিণ এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. শেখ হাসিনা খ. ইন্দিরা গান্ধী
গ. বেনজির ভুট্টো গ. খালেদা জিয়া
৮. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
ক. ৩.১৫ কিমি খ. ৪.১৫ কিমি
গ. ৫.১৫ কিমি ঘ. ৬.১৫ কিমি
৯. বাংলাদেশ পুলিশ শিক্ষা একাডেমি কোথায় অবস্থিত?
ক. কুর্মিটোলা, ঢাকা
খ. ভাটিয়ারী, চট্টগ্রাম
গ. সারদা, রাজশাহী
ঘ. ময়নামতি, কুমিল্লা
১০. স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য দেওয়া রাষ্ট্রীয় পুরস্কার কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১১. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
ক. লিথিয়াম খ. ইউরেনিয়াম
গ. জার্মেনিয়াম ঘ. পারদ
১২. পৃথিবীর প্রাচীনতম শহর কোনটি?
ক. জেরিকো খ. কায়রো
গ. বাগদাদ ঘ. এথেন্স
১৩. কোন গ্যাস নিজে জ্বলে, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন ঘ. কোনোটিই নয়
১৪. পদ্মা নদী যমুনার সঙ্গে মিলিত হয়েছে কোথায়?
ক. গোয়ালন্দের কাছে
খ. চাঁদপুরের কাছে
গ. ভৈরবের কাছে
ঘ. ওপরের কোনোটি নয়
১৫. মানবদেহের কোন অংশে নিউমোনিয়া
রোগ হয়?
ক. অন্ত্রে খ. ফুসফুসে
গ. মাথায় ঘ. বুকে
১৬. পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল বিশ্বকোষ কোনটি?
ক. ব্রিটানিকা খ. কম্পটন
গ. উইকিপিডিয়া ঘ. অক্সফোর্ড
১৭. অস্কার কী?
ক. সাহিত্য পুরস্কার খ. চলচ্চিত্র পুরস্কার
গ. ক্রীড়া পুরস্কার ঘ. শান্তি পুরস্কার
১৮. বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী?
ক. তিস্তা খ. মেঘনা
গ. যমুনা ঘ. পদ্মা
১৯. বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পায় কোন সালে?
ক. ১৯৯৯ খ. ২০০০
গ. ২০০১ ঘ. ১৯৯৭
২০. কারবালার প্রান্তর কোথায় অবস্থিত?
ক. ইরাক খ. ইরান
গ. সৌদি আরব ঘ. সিরিয়া
সঠিক উত্তর:
১. খ. প্রযুক্তি ২. গ. ১০০০ ৩. ক. সেকেন্ড ৪. খ. হাঁস ৫. খ. ২৬ মার্চ ৬. ক. ৯ মাস
৭. খ. ইন্দিরা গান্ধী ৮. ঘ. ৬.১৫ কিমি ৯. গ. সারদা, রাজশাহী ১০. গ. ৪টি
১১. ঘ. পারদ ১২. ক. জেরিকো ১৩. খ. হাইড্রোজেন ১৪. ক. গোয়ালন্দের কাছে
১৫. খ. ফুসফুসে ১৬. গ. উইকিপিডিয়া ১৭. খ. চলচ্চিত্র পুরস্কার ১৮. ঘ. পদ্মা ১৯. খ. ২০০০ ২০. ক. ইরাক।
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী
No comments