ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৪ - সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব - ৭২
সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৭২) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪
সঠিক উত্তরটি খাতায় লেখো:
১. মেরুদণ্ডী প্রাণীরা কয়টি শ্রেণিতে বিভক্ত?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
২. কোনটি বুকে ভর দিয়ে চলাফেরা করে?
ক. তিমি খ. কুমির
গ. কাক ঘ. ঈগল
৩. কোন প্রাণীটি ফুলকা ও ফুসফুস দুটি দিয়েই শ্বসনকাজ চালায়?
ক. হ্যাগফিশ খ. হাঙর
গ. স্যালামেন্ডার ঘ. ইলিশ
৪. কোন প্রাণীটির ফাঁপা অস্থিযুক্ত কঙ্কাল থাকে?
ক. কচ্ছপ খ. সাপ
গ. বাদুড় ঘ. কবুতর
৫. অমেরুদণ্ডী প্রাণীদের বৃহত্তম দল কোনটি?
ক. নিডারিয়া খ. আর্থ্রোপড
গ. পরিফেরা ঘ. মলাস্ক
৬. কোন ধরনের প্রাণীগুলো সম্ভবত প্রথম মাটিতে বাস করা শুরু করেছিল?
ক. ক্রাস্টাসিয়ান খ. মলাস্ক
গ. অ্যারাকনিড ঘ. কীটপতঙ্গ
৭. ইনসেক্ট গ্রুপের প্রাণীরা কয়টি খণ্ডে বিভক্ত?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
৮. কোন প্রাণীটির কোনো অ্যানটেনা নেই?
ক. পিঁপড়া খ. মাকড়সা
গ. চিংড়ি ঘ. লবস্টার
৯. ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
ক. রবার্ট হুক
খ. ক্যারোলাস লিনিয়াস
গ. অ্যান্টোনি ভ্যান লিউয়েনহুক
ঘ. মাদাম কুরি
১০. আদর্শ পরিবেশে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতি কত মিনিটে দ্বিগুণ হতে পারে?
ক. ৫ মিনিট খ. ১০ মিনিট
গ. ১৫ মিনিট ঘ. ২০ মিনিট
১১. ব্যাকটেরিয়া কয়টি রাজ্যে বিভক্ত?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১২. কোন ধরনের অণুজীব দ্বিবিভাজন প্রক্রিয়ায় প্রজনন করে?
ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া
গ. প্রোটিস্ট ঘ. ছত্রাক
১৩. কোনটি ছত্রাকের উদাহরণ?
ক. স্লাইম মোল্ড খ. জলীয় মোল্ড
গ. কেল্প ঘ. মাশরুম
১৪. কাদের কোষপৃষ্ঠ প্রসারিত হয়ে পায়ের মতো কাঠামো তৈরি করে?
ক. সিলিয়েট খ. সিউডোপড
গ. ফ্ল্যাজেলেট ঘ. স্লাইম মোল্ড
১৫. কোনটি পাখার মতো ঘোরে?
ক. ফ্লাজেলা খ. সিলিয়া
গ. প্যারামেসিয়াম ঘ. সিউডোপড
১৬. কোনটির উপস্থিতির জন্য শৈবালকে উদ্ভিদ মনে করা হয়?
ক. মূল খ. পাতা
গ. ক্লোরোপ্লাস্ট ঘ. কাণ্ড
১৭. একটি পোষক কোষ এক দিনে সর্বোচ্চ কয়টি অনুরূপ ভাইরাস তৈরি করতে পারে?
ক. ১৫ বিলিয়ন খ. ১৩ বিলিয়ন
গ. ১১ বিলিয়ন ঘ. ১০ বিলিয়ন
১৮. ভাইরাস কিসের দ্বারা আবৃত থাকে?
ক. রাইবোসোম খ. সাইটোপ্লাজম
গ. প্রোটিন ঘ. কোষপ্রাচীর
১৯. বায়ুচাপ মাপা হয় কী দিয়ে?
ক. ব্যারোমিটার খ. থার্মোমিটার
গ. উইন্ডভেন ঘ. রিখটার স্কেল
২০. বায়ুচাপ মাপার একক কী?
ক. মাইক্রোবার খ. মিলিবার
গ. সেন্টিবার ঘ. কিলোবার
২১. বাংলাদেশে গ্রীষ্মকালে মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
ক. উত্তর-পূর্ব খ. দক্ষিণ-পূর্ব
গ. দক্ষিণ-পশ্চিম ঘ. উত্তর-পশ্চিম
সঠিক উত্তর
১. ক. ৫টি, ২. খ. কুমির, ৩. গ. স্যালামেন্ডার, ৪. ঘ. কবুতর,
৫. খ. আর্থ্রোপড, ৬. গ. অ্যারাকনিড, ৭. গ. ৩টি, ৮. খ. মাকড়সা, ৯. গ. অ্যান্টোনি ভ্যান লিউয়েনহুক, ১০. ঘ. ২০ মিনিট, ১১. ক. ২টি, ১২. খ. ব্যাকটেরিয়া,
১৩. ঘ. মাশরুম, ১৪. খ. সিউডোপড, ১৫. ক. ফ্লাজেলা, ১৬. গ. ক্লোরোপ্লাস্ট,
১৭. ঘ. ১০ বিলিয়ন, ১৮. গ. প্রোটিন, ১৯. ক. ব্যারোমিটার, ২০. খ. মিলিবার, ২১. গ. দক্ষিণ-পশ্চিম।
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
No comments