ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৪ - সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর পর্ব - ১৪

বিজ্ঞান

প্রশ্ন: মৌলিক রাশি কয়টি?

উত্তর: সাতটি।

প্রশ্ন: ভর কী?

উত্তর: কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণই হলো ওই বস্তুর ভর।

প্রশ্ন: সময়ের একক কী?

উত্তর: সেকেন্ড (S)

প্রশ্ন: তাপমাত্রার আন্তর্জাতিক একক কী?

উত্তর: কেলভিন (K)

প্রশ্ন: পরম শূন্য তাপমাত্রা কী?

উত্তর: যে তাপমাত্রায় পদার্থ তার অস্তিত্ব হারায়, তাই পরম শূন্য তাপমাত্রা। এটিই মহাবিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা।

প্রশ্ন: পরম শূন্য তাপমাত্রা কত?

উত্তর:২৭৩.১৫°সেলসিয়াস বা ৪৬০° ফারেনহাইট।

সম্পর্ক নির্ধারণ করো।

. নিউটন: বিচ্ছুরণ, হরিপদ কাপালী:

. দৈর্ঘ্য: মিটার, ভর:

. সেলসিয়াস: ডিগ্রি, ফারেনহাইট:

. পদার্থবিজ্ঞান: নিউক্লিয়ার শক্তিকেন্দ্র,জৈব রসায়ন:

. তাপমাত্রা: কেলভিন, সময়:

উত্তর:

. হরিধান,. কিলোগ্রাম,. ৩২ ডিগ্রি,. ঔষধ,. সেকেন্ড

শূন্যস্থান পূরণ করো।

. ____মতে ভারী হালকা বস্তু ওপর থেকে ছেড়ে দিলে ভারী বস্তুটি আগে নিচে পড়বে।

. মিলিমিটার হচ্ছে এক মিটারের____ভাগের এক ভাগ।

. একসময় আসল এক কেজি একটা ভর____একটি মিউজিয়ামে রাখা হতো।

. কেলভিন এককে পানি বাষ্পীভবনের তাপমাত্রা এবং বরফের তাপমাত্রার পার্থক্য ____

. ফারেনহাইট স্কেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা ____

উত্তর:

. অ্যারিস্টটলের

. ১০০০

. ফ্রান্সের

. ১০০ কেলভিন

. ৯৮.° ফারেনহাইট

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক,

ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.