ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (২০)

মোট ৩০০ নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞানে থাকবে ৪০ নম্বর। এর মধ্যে সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনাবলিথাকবে

বাংলাদেশ অন্যান্য সম্পর্কিত

. বাংলাদেশে প্রথম কত সালে প্রথম আদমশুমারি হয়?

উত্তর: ১৯৭৪ সালে

. কোভ্যাক্স কী?

উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন করোনা টিকার একটি বৈশ্বিক উদ্যোগ।

. হাইড্রোজেন পার-অক্সাইডের সংকেত কী?

উত্তর: H2O2

. জাতিসংঘের অফিশিয়াল ভাষা কী কী?

উত্তর: ইংরেজি ফরাসি

. বহুরূপী মৌল কোনটি?

উত্তর: কার্বন

. বিশুদ্ধ পানির pH কত?

উত্তর: সাত

. প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়?

উত্তর: রাইবোজোম

. কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?

উত্তর: নিউক্লিয়াস

. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

উত্তর: ২৩ জোড়া

১০. বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

উত্তর: জানুয়ারি

১১. পৃথিবীর অন্যতম বৃহত্তর বদ্বীপ কোনটি?

উত্তর: বাংলাদেশ

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.