ক্যাডেট ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (১৯)
মোট ৩০০ নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞানে থাকবে ৪০ নম্বর। এর মধ্যে সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনাবলি—থাকবে
বুদ্ধিমত্তা
১. ৩০-৪০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?
ক. ১১১৫
খ. ১১৪৭
গ. ১২৫০
ঘ. ২৭১২
২. A School has always _____ .
ক. chair
খ. classrooms
গ. students
ঘ. desks
৩. একটি রাষ্ট্রের _____ থাকতেই হবে।
ক. প্রেসিডেন্ট
খ. প্রধানমন্ত্রী
ক. সার্বভৌমত্ব
ঘ. সংসদ
৪. A bird has always _____.
ক. feathers
খ. cage
গ. eggs
ঘ. nest
৫. যেখানে _____ আছে, সেখানে স্বাধীনতাও আছে।
ক. গণতন্ত্র
খ. বিচার
গ. আইন
ঘ. সংসদ
৬. ঢাকা ‘জাহাঙ্গীরনগর’ হলে বগুড়া কী?
ক. পুণ্ড্রনগর
খ. মহাস্থান গড়
গ. পাহাড়পুর
ঘ. শালবন বিহার
৭. গ্যাস যদি বিদ্যুৎ হয়, তবে পানি কী?
ক. জীবন
খ. বৃষ্টি
গ. অক্সিজেন
ঘ. সেচকাজ
৮. নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
ক. চাঁদ
খ. পৃথিবী
গ. মঙ্গল
ঘ. প্লুটো
উত্তর : ১.ক ২.ক ৩.গ ৪. ক ৫.ক ৬.খ ৭.ঘ ৮.ক
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী
No comments