ক্যাডেট ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (১৯)

মোট ৩০০ নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞানে থাকবে ৪০ নম্বর। এর মধ্যে সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনাবলিথাকবে

বুদ্ধিমত্তা

. ৩০-৪০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?

. ১১১৫

. ১১৪৭

. ১২৫০

. ২৭১২

. A School has always _____ .

. chair

. classrooms

. students

. desks

. একটি রাষ্ট্রের _____ থাকতেই হবে।

. প্রেসিডেন্ট

. প্রধানমন্ত্রী

. সার্বভৌমত্ব

. সংসদ

. A bird has always _____.

. feathers

. cage

. eggs

. nest

. যেখানে _____ আছে, সেখানে স্বাধীনতাও আছে।

. গণতন্ত্র

. বিচার

. আইন

. সংসদ

. ঢাকা জাহাঙ্গীরনগর হলে বগুড়া কী?

. পুণ্ড্রনগর

. মহাস্থান গড়

. পাহাড়পুর

. শালবন বিহার

. গ্যাস যদি বিদ্যুৎ হয়, তবে পানি কী?

. জীবন

. বৃষ্টি

. অক্সিজেন

. সেচকাজ

. নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

. চাঁদ

. পৃথিবী

. মঙ্গল

. প্লুটো

উত্তর : . . . . . . . .

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.