ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - গণিত (৬)
মোট ৩০০ নম্বরের পরীক্ষায় গণিতে থাকবে ১০০ নম্বর। এর মধ্যে বহুনির্বাচনি প্রশ্ন ও গাণিতিক সমস্যা সমাধান থাকবে
সমস্যাগুলো সমাধান কর
ক. কোনো পরীক্ষায় গণিতে ৭৫% ও বিজ্ঞানে ৪৫% শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে ৩০% শিক্ষার্থী কৃতকার্য হয়ে থাকে। তবে উভয়ে বিষয়ে কতজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে?
উত্তরঃ ১০%
খ. টাকায় ৯টি ও ১১টি দরে সমান সংখ্যাক লিচু ক্রয় করে টাকায় ১০টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়?
উত্তরঃ ১% ক্ষতি
গ. ২ জন বালক ৩ জন বালিকার সমান কাজ করতে পারে। ৪ জন বালক ও ১০ জন বালিকা একটি কাজ ৪৮ দিনে করতে পারে। ওই কাজ ৬ জন বালক ও ১৫ জন বালিকা কত দিনে করতে পারবে?
উত্তরঃ ৩২ দিনে
ঘ. রশিদ, আরিফ, ও রাসেলের একত্রে ১৭৭ টাকা আছে। আরিফের চেয়ে রশিদের ৫ টাকা কম ও রাসেলের রশিদ অপেক্ষা ৭ টাকা বেশি আছে। রশিদ, আরিফ, ও রাসেলের টাকার পরিমাণ নির্ণয় কর?
উত্তরঃ ৫০,৬০ ও ৬২ টাকা
আশরাফ উজ জামান, ২৮তম ব্যাচ, রংপুর ক্যাডেট কলেজ। প্রভাষক, নীলফামারী সরকারি মহিলা কলেজ।
No comments