ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - বাংলা (৬)

. প্রশ্ন: শূন্যস্থান পূরণ করোঃ

. বাংলা বাক্য গঠনের সূত্র: কর্তা +_____ = ক্রিয়া।

. বাক্যের সঙ্গে দুজনের সম্পর্ক রয়েছে:

বক্তা_____

. কৃৎপ্রত্যয় বসে _____ শেষে।

. তদ্বিত প্রত্যয় বসে_____ পরে।

. ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে_____

. উপসর্গ বসে _____ আগে।

. অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা ততোধিক শব্দ মিলে একটি শব্দ হওয়ার প্রক্রিয়াকে _____ বলে।

._____ পরিবর্তে ব্যবহৃত হয় সর্বনাম।

. এখন সর্বত্র মানা হচ্ছে_____ বানানরীতি।

১০. অভিধানে শব্দ সাজানোকে বলা হয় _____

১১. পদ গঠনের সূত্র: পদ=শব্দ+_____

উত্তর: . কর্ম, . শ্রোতা, . ক্রিয়ামূলের, . শব্দের, . বিভক্তি, . বিভক্তির, .সমাস, . বিশেষ্যের, . বাংলা একাডেমির, ১০. ভুক্তি, ১১. বিভক্তি।

সংক্ষিপ্ত প্রশ্ন :

. প্রশ্ন: একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?

উত্তর: আসত্তি, যোগ্যতা আকাঙ্ক্ষা

. প্রশ্ন: প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্য কোন গুণটি হারায়?

উত্তর: যোগ্যতা

. প্রশ্ন: ভাষা বিচারে একটা বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?

উত্তর: ৩টি

. প্রশ্ন: বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?

উত্তর: আসত্তি

. প্রশ্ন: বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?

উত্তর: বিধেয়

. প্রশ্ন: বিভিন্ন পদ পরস্পর অর্থপূর্ণভাবে সাজিয়ে কী তৈরি হয়?

উত্তর: বাক্য

. প্রশ্ন: বাক্যের ক্ষুদ্রতম অংশ কী?

উত্তর: শব্দ

. প্রশ্ন: বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?

উত্তর: উদ্দেশ্য

১০. প্রশ্ন: বিভিন্ন পদ পরস্পর অর্থপূর্ণভাবে সাজিয়ে কী তৈরি হয়?

উত্তর: বাক্য

খন্দকার আতিক, শিক্ষক, উইল্ লিট্ ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

No comments

Powered by Blogger.