ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (৫)
বাংলাদেশ ও আর্ন্তজাতিক বিশ্ব
১. প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো:
ক. গ্রিনিচ মানের সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ।
খ. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা ।
গ. বাংলাদেশের মধ্যভাগ দিয়ে উত্তর–দক্ষিণে অতিক্রম করেছে ।
ঘ. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ অবস্থিত ।
ঙ. পৃথিবীর বৃহত্তম নদী ।
চ. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ।
ছ. পৃথিবীর ছাদ বলা হয় ।
জ. বাংলার শেষ স্বাধীন নবাব ।
ঝ. ‘আরেক ফাল্গুন’ বইয়ের লেখক ।
ঞ. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি হলেন ।
উত্তর: ক. ৬ ঘণ্টা, খ. পঞ্চগড়, গ. দ্রাঘিমা রেখা, ঘ. বঙ্গোপসাগরে
ঙ. নীল নদ,
চ. বাংলাদেশ, ছ. পামির মালভূমিকে, জ. সিরাজউদ্দৌলা ঝ. জহির রায়হান
ঞ. হামিদুর রহমান।
২. প্রশ্ন: জাতিসংঘের ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা’ কয়টি?
উত্তর: ১৭টি
৩. প্রশ্ন: জাতিসংঘের প্রস্তাবক কে?
উত্তর: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
৪. প্রশ্ন: জাতিসংঘের পতাকার রং কয়টি?
উত্তর: ২টি। নীল ও সাদা।
৫. প্রশ্ন: বিশ্বের বড় অর্থনৈতিক জোট কোনটি?
উত্তর: ইউরোপীয় ইউনিয়ন
৬. প্রশ্ন: ‘আলোকবর্ষ’ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
উত্তর: দূরত্ব
৭. প্রশ্ন: সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কী?
উত্তর: প্রক্সিমা সেন্টোরাই
৮. প্রশ্ন: বাংলাদেশের মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিমে অতিক্রম করেছে কোন রেখা?
উত্তর: কর্কটক্রান্তি রেখা
৯. প্রশ্ন: সময় পরিমাপক যন্ত্রের নাম কী?
উত্তর: ক্রনোমিটার
১০. প্রশ্ন: গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?
উত্তর: ০°
১১. প্রশ্ন: ঢাকায় আহ্নিক গতির বেগ কত?
উত্তর: ১৬০০ কিমি।
১২. প্রশ্ন: আন্তর্জাতিক নদী বলা হয় কাকে?
উত্তর: দানিয়ুবকে (১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত)
১৩. প্রশ্ন: ‘রুটির ঝুড়ি’ বলা হয় কাকে?
উত্তর: প্রেইরি অঞ্চলকে।
১৪. প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: মুর্শিদ কুলি খান।
১৫.প্রশ্ন: স্বাধীনতা স্তম্ভের স্থপতি কে?
উত্তর: কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম
১৬. প্রশ্ন: বাংলাদেশের ‘সাদা সোনা’ কাকে বলা হয়?
উত্তর: চিংড়ি।
১৭. প্রশ্ন: সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ৮ ডিসেম্বর ১৯৮৫।
১৮. প্রশ্ন: সার্কের সদস্যদেশ কয়টি?
উত্তর: ৮টি।
১৯. প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া
২০. প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর: গ্রিনল্যান্ড (ডেনমার্ক)
২১. প্রশ্ন: ‘মাৎস্যন্যায়’ কী?
উত্তর: অরাজকতার যুগ।
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী
No comments