ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (১০)

ক্যাডেট
কলেজে ভর্তি - সাধারণ জ্ঞান (১০)

বাংলাদেশ:

. ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?

উত্তর: চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে অবস্থিত

. বাংলাদেশের নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি কোথায়?

উত্তর: কিশোরগঞ্জ জেলায়।

. সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?

উত্তর: পটুয়াখালী।

. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?

উত্তর: কক্সবাজার।

. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

উত্তর: পঞ্চগড়।

. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কী?

উত্তর: বাংলাবান্ধা।

. বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে কোন কাল্পনিক রেখা?

উত্তর: কর্কটক্রান্তি রেখা

আন্তর্জাতিক বিশ্ব:

. ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কী?

উত্তর: ইউরোপের ২৭টি দেশের একটি জোট

. বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটি হয়েছে কবে?

উত্তর: ১৫ নভেম্বর ২০২২ সালে।

. বর্তমানে বিশ্বের জনসংখ্যার হিসাবে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ৮ম স্থান।

. G-২০ কী?

উত্তর: বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট।

. বিশ্বের ৮০০ কোটিতম মানবসন্তানের নাম কী?

উত্তর: ফিলিপাইনের ভিনিস ম্যাবানসাগের

. ওটিটি কী?

উত্তর: ওভার দ্য টপ।

. জাতিসংঘের অফিশিয়াল ভাষা কয়টি?

উত্তর: ৬টি।

: ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত রকেটের নাম কী?

উত্তর: বিক্রম এস।

. বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি?

উত্তর: ইন্দোনেশিয়া।

১০. বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হলো কোনটি?

উত্তর: ভ্যাটিকান সিটি।

১১. পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি?

উত্তর: আল-আজিজিয়া (লিবিয়া, সর্বোচ্চ তাপমাত্রা ৫৮° সে.)

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.