ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (৯)
ক্যাডেট কলেজে ভর্তি - সাধারণ জ্ঞান (৯)
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব
শূন্যস্থান পূরণ করো :
১. পদ্মা সেতুর দৈর্ঘ্য_____।
২. পদ্মা সেতুর পিলারের সংখ্যা _____।
৩. পদ্মা সেতুতে বসানো স্প্যান সংখ্যা_____ ।
৪. পদ্মা সেতুর উদ্বোধন____।
৫. পদ্মা সেতুর দুই পাড়ে নদী শাসন করা হয়েছে______।
উত্তর: ১. ৬.১৫ কিলোমিটার, ২. ৪২, ৩. ৪১, ৪) ২৫ জুন ২০২২, ৫) ১২ কিমি
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
১. রাশিয়ার পার্লামেন্টের নাম কী?
উত্তর: ডুমা
২. রাশিয়ার মুদ্রার নাম কী?
উত্তর: রুবল
৩. ইউক্রেনের মুদ্রার নাম কী?
উত্তর: রিভনিয়া
৪. শান্তিতে ২০২২ সালে নোবেল পুরস্কার কে পায়?
উত্তর: মেমোরিয়াল ও সেন্টার ফর সিভিল লিবার্টিস
৫. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
উত্তর: চর্যাপদ
৬. টুইটার কী?
উত্তর: সামাজিক যোগাযোগমাধ্যম
৭. টুইটার কে কিনেছেন?
উত্তর: ইলন মাস্ক
৮. ‘কারাগারের রোজনামচা’ বইয়ের লেখক কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৯. ফেসবুকের মূল প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: মেটা
১০. মেটার ভার্চ্যুয়াল মুদ্রার নাম কী?
উত্তর: জাক বাকস
১১. ‘অশনি’ কী?
উত্তর: একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম
১২. জাপানের মুদ্রার নাম কী?
উত্তর: ইয়েন
১৩. বিশ্বের সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তর: পাপুয়া নিউগিনি
১৪. জাতিসংঘের বর্তমান সদস্যরাষ্ট্রের সংখ্যা কত?
উত্তর: ১৯৩টি
১৫. Veto শব্দের অর্থ কী?
উত্তর: আমি মানি না।
১৬. ‘5 G’ কী?
উত্তর: উচ্চগতির ইন্টারনেট সেবা
১৭. বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর: লুই আই কান
১৮. আর্টেমিস-১ কী?
উত্তর: চাঁদের অভিযানে নাসার যাত্রীবিহীন রকেট
১৯. FTA কী?
উত্তর: মুক্ত বাণিজ্য চুক্তি
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী
No comments