ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - বাংলা (১)

ভাষা
বাংলা ভাষা

. প্রশ্ন: উচ্চারণের একক কী?

উত্তর: অক্ষর

. প্রশ্ন: ভাষার মূল উপাদান কী?

উত্তর: ধ্বনি

. প্রশ্ন: এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?

উত্তর: শব্দ

. প্রশ্ন: ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম?

উত্তর: তৃতীয়

. প্রশ্ন: সংকেত ভাষার অপর নাম কী?

উত্তর: ইশারা ভাষা

. প্রশ্ন: ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কী ভাষা বলে?

উত্তর: উপভাষা

. প্রশ্ন: উপভাষার আরেক নাম কী?

উত্তর: আঞ্চলিক ভাষা

. প্রশ্ন: বিশেষ পরিবেশ প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, তখন তাকে কী ভাষা বলে?

উত্তর: কথ্যভাষা

. প্রশ্ন: ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে কী ভাষা বলে?

উত্তর: সামাজিক ভাষা

১০. প্রশ্ন: অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে?

উত্তর: উচ্চশ্রেণির ভাষা

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.