ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (১)
১. প্রশ্নঃ শূন্যস্থান পূরণ করো।
ক.
১৯৫২ সালের ।
খ.
১৯৬৬ সালের।
গ.
১৯৬৯ সালের ।
ঘ.
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে
।
ঙ.
১৯৭১ সালের ৭ মার্চে ।
চ.
১৯৭১ সালের ২৫ মার্চে ।
ছ.
১৯৭১ সালের ২৬ মার্চে।
উত্তরঃ
ক.
ভাষা আন্দোলন
খ.
ছয় দফা আন্দোলন
গ.
গণ–অভ্যুত্থান
ঘ.
আওয়ামী লীগের নিরঙ্কুশ
বিজয়
ঙ.
বঙ্গবন্ধুর
ঐতিহাসিক
ভাষণ
চ.
পাকিস্তানি
বাহিনীর
নারকীয় গণহত্যা
ছ.
বঙ্গবন্ধুর
ঘোষণায় মুক্তিযুদ্ধের
শুরু
২.
প্রশ্নঃমুক্তিযোদ্ধাদের
রাষ্ট্রীয়
উপাধিগুলো
কী
কী?
উত্তরঃ
মুক্তিযোদ্ধাদের
রাষ্ট্রীয়
উপাধিগুলো
হলো—
১.
বীরশ্রেষ্ঠ
২.
বীর উত্তম
৩.
বীর বিক্রম ও
৪.
বীর প্রতীক।
৩.
প্রশ্নঃ
বাংলাদেশের
প্রথম
সরকারের
নাম
কী?
উত্তরঃ
‘মুজিবনগর’ সরকার।
৪.
প্রশ্নঃবাংলাদেশের
প্রথম
সরকার
কোথায়
এবং
কবে
গঠিত
হয়?
উত্তরঃ
তত্কালীন
মেহেরপুর
মহকুমার
বৈদ্যনাথতলায়
১৯৭১ সালের ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
৫.
প্রশ্নঃনিচের
ছবিটি
কার?
ছবি: 1971.prothomalo.com
উত্তরঃ
ছবিটি বীরশ্রেষ্ঠ
ফ্লাইট লেফটেন্যান্ট
মতিউর রহমানের
৬.
প্রশ্নঃ
মুজিবনগর
সরকারের
প্রধান
কাজগুলো
লেখো।
উত্তরঃ
১.
মুক্তিযুদ্ধকে
সঠিক পথে পরিচালনা
করা
২.
দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের
পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করা।
৭.
প্রশ্নঃ
মুক্তিবাহিনীর
তিনটি
ব্রিগেড
ফোর্সের
নাম
লেখো।
উত্তরঃ
১.
কে ফোর্স
২.
এস ফোর্স
৩.
জেড ফোর্স
৮.
প্রশ্নঃ
মুক্তিবাহিনী
কবে
গঠিত
হয়েছিল?
উত্তরঃ
১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী
গঠিত হয়েছিল।
৯.
প্রশ্নঃ
মুক্তিবাহিনীর
সেনাপতি
কে
ছিলেন?
উত্তরঃ
প্রধান সেনাপতি
ছিলেন জেনারেল
মুহাম্মদ
আতাউল গনি ওসমানী।
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী
No comments