ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান(৭)
আন্তর্জাতিক সম্পর্কিতঃ
১. কানাডার প্রধানমন্ত্রী — জাস্টিন ট্রুডো
২. চীনের প্রেসিডেন্ট — সি চিন পিং
৩. জাতিসংঘের মহাসচিব — আন্তোনিও গুতেরেস
৪. তুরস্কের প্রেসিডেন্ট — রিসেপ তাইয়েপ এরদোয়ান
৫. ইউক্রেনের প্রেসিডেন্ট — ভলোদিমির জেলেনস্কি
৬. রাশিয়ার প্রেসিডেন্ট — ভ্লাদিমির পুতিন
৭. ফ্রান্সের প্রেসিডেন্ট — এমানুয়েল মাখোঁ
৮. ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট — জোকো ইউদোদো
৯. বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট — ডেভিড ম্যালপাস
১০. মালয়েশিয়ার প্রেসিডেন্ট — আনোয়ার ইব্রাহিম
১১. কমনওয়েলথের প্রধান — তৃতীয় চার্লস।
পরিবেশ সম্পর্কিতঃ
১. মাশরুম কী?
উত্তর: একপ্রকার ছত্রাক
২. পৃথিবীতে মিঠাপানি রয়েছে শতকরা কতভাগ?
উত্তর: শতকরা ১ ভাগ
৬. বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট কোনটি?
উত্তর: আমাজন বন
৩. সয়াবিন উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: আর্জেন্টিনা
৪. সর্বশেষ (২০১৮ সাল) জরিপ অনুযায়ী সুন্দরবনের বাঘের সংখ্যা কত?
উত্তর: ১১৪টি।
৫. বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র কোথায়?
উত্তর: হালদা নদীতে
৬. ‘ব্লু ইকোনমি’ কী?
উত্তর: সমুদ্র সম্পদনির্ভর অর্থনীতি
৭. ইউরোপের শস্যভান্ডার বলা হয় কোন দেশকে?
উত্তর: ইউক্রেনকে
৮. ‘ব্লু’ ইকোনমি অর্থনীতির ধারণা প্রদান করেন কে?
উত্তর: অধ্যাপক গুন্টার পাউলি
৯. ETP–এর পূর্ণরূপ কী?
উত্তর: Effluent Treatment plant
১০. বর্তমানে বৈশ্বিক কার্বন নিঃসরণের ৪ ভাগের ১ ভাগ হয় কোন দেশে?
উত্তর: চীনে।
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী
No comments