ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - বাংলা (৭)

কারক

. অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগঃ

ট্রেনটি ঢাকা ছাড়ল প্রথমা বিভক্তি

বাবাকে বড্ড ভয় পাই দ্বিতীয় বিভক্তি

তার চোখ দিয়ে পানি পড়ছে তৃতীয়া বিভক্তি

জেলেরা নদী থেকে মাছ ধরছে পঞ্চমী বিভক্তি

বাঘের ভয়ে সকলে ভীত ষষ্ঠী বিভক্তি

দুধে দই হয় সপ্তমী বিভক্তি

. সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগঃ

গুরু দক্ষিণা দাও প্রথমা বিভক্তি

দরিদ্রকে দান করো চতুর্থী বিভক্তি

ভিক্ষুকদের ভিক্ষা দাও ষষ্ঠী বিভক্তি

দীনে দয়া করো সপ্তমী বিভক্তি

. কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগঃ

শিহাব বই পড়ে প্রথমা বিভক্তি

শিমুলকে যেতে হবে দ্বিতীয়া বিভক্তি

কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা রচনা করেছেন তৃতীয়া বিভক্তি

আমার খাওয়া হয়নি ষষ্ঠী বিভক্তি

ছাগলে কী না খায় সপ্তমী বিভক্তি

. কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগঃ

পুলিশ ডাক প্রথমা বিভক্তি

আমি তাকে চিনি দ্বিতীয়া বিভক্তি

ছেলেটি ফুটবলের সঙ্গে যুদ্ধ করে ষষ্ঠী বিভক্তি

জিজ্ঞাসিব জনে জনে সপ্তমী বিভক্তি

. করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগঃ

ছেলেরা ফুটবল খেলে প্রথমা বিভক্তি

আমরা কান দ্বারা শুনি তৃতীয় বিভক্তি

সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে পঞ্চমী বিভক্তি

তার মাথায় লাঠির আঘাত কোরো না ষষ্ঠী বিভক্তি

আকাশ মেঘে ঢাকা সপ্তমী বিভক্তি

. বিভিন্ন কারকে শূন্য বিভক্তির প্রয়োগঃ

সুমন স্কুলে যায় কর্তৃকারকে শূন্য বিভক্তি

ঘোড়া গাড়ি টানে কর্মকারকে শূন্য বিভক্তি

ছেলেরা বল খেলে করণ কারকে শূন্য বিভক্তি

ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক সম্প্রদান কারকে শূন্য বিভক্তি

ট্রেনটি ঢাকা ছাড়ল অপাদান কারকে শূন্য বিভক্তি

আমরা খুলনা যাব অধিকরণ কারকে শূন্য বিভক্তি

. সকল কারকে বা সপ্তমী বিভক্তির প্রয়োগঃ

পাগলে কী না বলে কর্তৃকারকে বিভক্তি

জিজ্ঞাসিব জনে জনে কর্মকারকে বিভক্তি

জ্ঞানে বিমল আনন্দ লাভ হয় করণ কারকে বিভক্তি

দীনে দয়া করো সম্প্রদান কারকে বিভক্তি

তিলে তৈল হয় অপাদান কারকে বিভক্তি

বনে বাঘ থাকে অধিকরণ কারকে বিভক্তি

No comments

Powered by Blogger.