ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুদের বাংলা মডেল টেস্ট -১
মডেল
প্রশ্নোত্তর * বাংলা
ক. শূন্যস্থান পূরণ কর : ৫x১ = ৫
ক. শূন্যস্থান পূরণ কর : ৫x১ = ৫
১.
ড. মুহম্মদ শহীদুল্লাহ একজন- বিজ্ঞানী
২.
কাজী নজরুল ইসলাম ছিলেন- কবি।
৩.
রবিন্দ্রনাথ ঠাকুর- সালে নোবেল পুরস্কার লাভ করেন।
৪.
নকশি কাঁথার মাঠ রচনা করেন কবি-
৫.
সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম-
খ.
সত্য হলে স লিখ এবং মিথ্যা হলে সঠিক উত্তর লিখ: ৫x১ = ৫
১.
জাতীয় শিশু দিবস ১৭ এপ্রিল।
২.
সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত।
৩.
কবি শামসুর রাহমান একজন আধুনিক কবি।
৪.
শিশু সওগাত রচনা করেন শওকত ওসমান।
৫.
মিনুর সই চন্দ্র।
গ.
পরের চরণ লিখ : ৫x১ = ৫
১.
আমাদের দেশে হবে সেই ছেলে কবে----------
২.
আমরা যদি না জাগি মা--------
৩.
সকলের তরে সকলে আমরা-------
৪.
ফসলের হাসি দেখে মনে হয়-------
৫.
মুখের উপর বলবে কথা--------
ছ.
এক কথায় উত্তর দাও : ৬x১ = ৬
১.
“আমাদের
সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়”- কোন ধরনের অধিকরণ?
২.
রূপতত্ত্বের অপর নাম কী? ৩. সাধিত শব্দ কত প্রকার?
৪.
বাংলা গদ্যের জনক কে?
৫.
পদক্রম কোন তত্ত্বে আলোচিত হয়?
৬.
‘প্রকৃতি’
কত প্রকার? ৭. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
৮.
প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?
৯.
মৌলিক শব্দ ব্যতীত অন্য সকল শব্দকে কী বলে?
১০.
শব্দের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়?
১১.
‘অম্লজান’
শব্দের অর্থ কী? ১২. ‘রিক্সা’ কোন ভাষার শব্দ?
১৩.
‘পহেলা’
কোন ভাষার শব্দ? ১৪. ‘কুলা’ কোন ধরনের শব্দ?
১৫.
‘তৎসম’
শব্দের অর্থ কী? ১৬. ‘সমাস’ কত প্রকার?
১৭.
যা শব্দের পরে বসে তাকে কী বলে?
১৮.
খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
১৯.
‘অঘা’
কোন ধরনের উপসর্গ?
২০.
ব্যঞ্জনবর্ণ কয়টি? ২১. ‘বঙ্গলিপি’ কী?
২২.
‘ক,
গ, চ, জ’
কোন ধরনের ধ্বনি?
২৩.
দুটি নাসিক্য বর্ণের উদাহরণ দাও?
২৪.
দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
২৫.
‘ভাস্কর’
কোন ধরনের সন্ধির উদাহরণ?
২৬.
এক কথায় প্রকাশ কর : বাতাসের শব্দ
২৭.
‘হ-য-ব-র-ল’
শব্দের অর্থ কী?
২৮.
সন্ধি বিচ্ছেদ কর : পদ্ধতি
২৯.
স্ত্রীলিঙ্গ লিখ : ‘শুক’
৩০.
বাংলা ব্যাকরণে যতি বা ছেদ চিহ্ন কয়টি?
৩১.
সংখ্যাবাচক শব্দ কত প্রকার?
৩২.
পদাশ্রিত নির্দেশক কী?
৩৩.
‘প্রিয়জনে
তাহা দিব যাহা দিব দেবতারে’- এটি কোন কারকের উদাহরণ?
৩৪.
“যা
পূর্বে ছিল এখন নাই”- এক কথায় প্রকাশ কর
৩৫.
‘আকাশ
কালো মেঘে ঢাকা’
এটি কোন বিশেষণের উদাহরণ?
জ.
ভাবসম্প্রসারণ কর : ৫
“স্বাধীনতা
অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন”
২.
নিম্নে অঙ্কিত ছবিটা কোন মহীয়সী নারীর? তার মহত্ত্বের ওপর ৮টি বাক্য লিখ : ৫
উত্তর
(ক) ১. ভাষা ২. জাতীয়/বিদ্রোহী/সৈনিক ৩.
১৯১৩ ৪. জসীমউদ্দীন ৫. সন্ধি (খ) ১. মি ( উ: ১৭ই মার্চ) ২. স. ৩. স ৪. মি. নাসির উদ্দীন
৫. শুকতারা (গ) ১. কথায় না বড় হয়ে কাজে বড় হবে ২ কেমনে সকাল হবে ৩. প্রত্যেকে মোরা
পরের তরে ৪. শেখ মুজিবের হাসি ৫. ছোট জাতের পাখি (ছ) ১. বৈষয়িক আধারাধিকরণ ২. শব্দতত্ত্ব
বা রূপতত্ত্ব ৩. ২ প্রকার ৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৫. বাক্যতত্ত্বে ৬. ২ প্রকার ৭.
প্রতিপাদিক ৮. ৪টি ৯. সাধিত শব্দ ১০. রূপ ১১. অক্সিজেন ১২. জাপানি ১৩. হিন্দি ১৪. খাঁটি
বাংলা ১৫. তার সমান ১৬. ৬ প্রকার ১৭. অনুসর্গ/ প্রত্যয়/ বিভক্তি ১৮. ২১টি ১৯. খাঁটি
বাংলা ২০. ৩৯টি ২১. যে বর্ণমালায় বাংলাভাষা লিখিত হয় ২২. অল্পপ্রাণ ২৩. ঙ, ঞ, ণ, ন
২৪. বিষমীভবন ২৫. ব্যঞ্জন সন্ধি ২৬. শোঁ শোঁ ২৭. বিশৃঙ্খলা ২৮. পদ্ +হতি ২৯. সারি
৩০. ১১টি/১২টি ৩১. ৪ প্রকার ৩২. কোন পদকে নির্দিষ্টকরণ ৩৩. সম্প্রদান কারক ৩৪. ভুতপর্ব
৩৫. করণ কারক
No comments