ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৪ - সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর পর্ব - ২৪

ক্যাডেট
কলেজসম্পর্কিত

প্রশ্ন: বিশ্বে ক্যাডেট কলেজ ধারণার প্রথম প্রবর্তন হয় কোথায়?

উত্তর: জার্মানিতে

প্রশ্ন: বিশ্বে ক্যাডেট কলেজ ধারণার প্রথম প্রবর্তন কে করেন?

উত্তর: অটো ফন বিসমার্ক

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজের নাম কি?

উত্তর: ফৌজদারহাট ক্যাডেট কলেজ

প্রশ্ন: ফৌজদারহাট ক্যাডেট কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত

প্রশ্ন: ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রথম অধ্যক্ষের নাম কী?

উত্তর: স্যার উইলিয়াম মরিস ব্রাউন (ইংল্যান্ডের নাগরিক)

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদে ক্যাডেট কলেজ আইন পাস হয় কত সালে?

উত্তর: ১৯৭৩ সালে

প্রশ্ন: বাংলাদেশে মেয়েদের জন্য প্রথম ক্যাডেট কলেজ কোনটি?

উত্তর: ময়মনসিংহ ক্যাডেট কলেজ

প্রশ্ন: বাংলাদেশে মেয়েদের জন্য প্রথম ক্যাডেট কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: জুলাই, ১৯৮২ সালে স্থাপিত

প্রশ্ন: ময়মনসিংহ ক্যাডেট কলেজের প্রথম অধ্যক্ষের নাম কী?

উত্তর: অধ্যক্ষ করিম উদ্দিন আহমদ

প্রশ্ন: বাংলাদেশে আয়তনে সবচেয়ে বড় ক্যাডেট কলেজ কোনটি?

উত্তর: ফৌজদারহাট ক্যাডেট কলেজ (১৮৫ একর)

প্রশ্ন: মির্জাপুর ক্যাডেট কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: ১৯৬৩ সালের ২৯ নভেম্বর

প্রশ্ন: বাংলাদেশের সর্বশেষ গার্লস ক্যাডেট কলেজ কোনটি?

উত্তর: জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।

প্রশ্ন: BNCC–এর পূর্ণরূপ কী?

উত্তর: Bangladesh National Cadet Core.

প্রশ্ন: MOD–এর পূর্ণরূপ কী?

উত্তর: Ministry of Defence.

প্রশ্ন:ক্যাডেট শব্দের বাংলা অর্থ কী?

উত্তর: শিক্ষানবিস সৈনিক

প্রশ্ন: ক্যাডেট কলেজসমূহ রাষ্ট্রপতির কত নম্বর অধ্যাদেশ অনুযায়ী প্রণীত?

উত্তর: ৮৯ নম্বর অধ্যাদেশ অনুযায়ী

প্রশ্ন: ক্যাডেট কলেজগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে?

উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে

প্রশ্ন: ক্যাডেট কলেজগুলো কার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়

উত্তর: বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার

প্রশ্ন: ফৌজদারহাট ক্যাডেট কলেজের নীতিবাক্য কী?

উত্তর: কথা নয় কাজ (Deeds not Works)

প্রশ্ন: দেশের সব ক্যাডেট কলেজে ক্যাডেটরা কোন স্লোগানে উদ্দীপ্ত হয়ে থাকে?

উত্তর: নেতৃত্বের কারিগর, সবে৴াত্তম সবে৴াজ্জ্বল।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.