ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৪ - সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর পর্ব - ৪০

মুক্তিযুদ্ধ সম্পর্কিত

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা পাক হানাদারমুক্ত হয়েছিল?

উত্তর: যশোর জেলা

প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে?

উত্তর: উইলিয়াম এস ওডারল্যান্ড।

প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ পদক কোনটি?

উত্তর: স্বাধীনতা পদক।

প্রশ্ন:স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রের নির্মাতা কে?

উত্তর: জহির রায়হান

প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

উত্তর: সৈয়দ মঈনুল হোসেন

প্রশ্ন:পায়ের আওয়াজ পাওয়া যায় বইটির লেখক কে?

উত্তর: সৈয়দ শামসুল হক

প্রশ্ন: আওয়ামী সরকার নির্যাতিত মা-বোনদের কত সালে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়?

উত্তর: ২০১৬ সালে

প্রশ্ন:কনসার্ট ফর বাংলাদেশ’– কত লোকের সমাগম হয়েছিল?

উত্তর: ৪০ হাজার

প্রশ্ন: মিত্রবাহিনী কোন সময় বাংলাদেশ ছেড়ে ভারতে ফিরে যায়?

উত্তর: ১৯৭২ সালের মার্চ মাসে

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কোথায় কোথায় বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করা হয়?

উত্তর: কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক, স্টকহোম শহরে।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় ১০ নম্বর সেক্টরের অধীনে কোন এলাকা ছিল?

উত্তর: সমুদ৶ উপকূলীয় এলাকার চট্টগ্রাম চালনা এবং অভ্যন্তরীণ নৌপথ।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.