ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৪ - সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব - ৬৮
সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৬৮) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪
সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন: মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে কোথায় প্রশিক্ষণ নিতেন?
উত্তর: ভারতের বিভিন্ন অঞ্চলে
প্রশ্ন: মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার আগারগাঁওয়ে।
প্রশ্ন: নিচের ছবিটি কিসের?
উত্তর: ছবিটি রেসকোর্স ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের।
প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের প্রথম ____ ঘোষণা করা হয়।
২. মুজিবনগর সরকার গঠনের পর ____ গতি বৃদ্ধি পায়।
৩. মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সারা দেশকে ____ সেক্টরে ভাগ করা হয়।
৪. জেনারেল ওসমানী ____ নামে পরিচিত।
৫. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ____ ।
৬. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অবস্থিত ____ ।
৭. মুজিবনগর সরকারের চিফ অব স্টাফ ছিলেন ____ ।
৮. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ____ ।
৯. ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যের স্থপতি ____ ।
১০. ‘একাত্তরের দিনগুলি’ বইয়ের লেখক ____ ।
উত্তর
১. রাষ্ট্রপতি ২. মুক্তিযুদ্ধের ৩. ১১টি ৪. বঙ্গবীর ৫. তাজউদ্দীন আহমদ ৬. চট্টগ্রামের কালুরঘাট ৭. কর্নেল (অব.) আব্দুর রব ৮. ভারত ৯. সৈয়দ আবদুল্লাহ খালিদ ১০. জাহানারা ইমাম
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠর নাম লেখো।
উত্তর
১. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
২. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
৩. সিপাহি হামিদুর রহমান
৪. ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ
৫. সিপাহি মোস্তফা কামাল
৬. ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন
৭. ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সম্পর্কিত
বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী
বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বনাম—ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
Inter Service Selection Board (ISSB) হলো—সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার—প্রেসিডেন্ট।
বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তর—কুর্মিটোলা, ঢাকা।
বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং সেন্টার—যশোর।
বাংলাদেশ বিমানবাহিনীর সদর দপ্তর—ঢাকার কুর্মিটোলা।
বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর—ঢাকার বনানী।
বাংলাদেশ সামরিক জাদুঘর—বিজয় সরণি, ঢাকা।
সেনাবাহিনী
সেনাবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা—২১ নভেম্বর ১৯৭১।
প্রথম মহিলা ব্রিগেডিয়ার—সুরাইয়া রহমান।
প্রথম চাকমা মেজর জেনারেল—অনুপ কুমার চাকমা।
সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ডের নাম—ISSB.
বর্তমান সর্বোচ্চ পদ—জেনারেল।
পূর্ব নাম—ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা—মেজর আবদুল গণি।
সেনাবাহিনীর স্লোগান—সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে।
নৌবাহিনী
প্রথম রণতরি—বিএনএস পদ্মা।
সর্বোচ্চ পদবি—অ্যাডমিরাল।
নৌবাহিনীর আনুষ্ঠানিকভাবে যাত্রা—১০ ডিসেম্বর ১৯৭২ সাল।
যাত্রা শুরু করে—দুটি গানবোট নিয়ে
(পদ্মা ও পলাশ)।
সোর্ড অব অনারপ্রাপ্ত একমাত্র নৌ ক্যাডেট—মারজিয়া ইসলাম।
বাংলাদেশের প্রথম ভাইস অ্যাডমিরাল—সরওয়ার জাহান নিজাম।
নৌবাহিনীর প্রতীক—কাছিবেষ্টিত নোঙর ও এর ওপর শাপলা।
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
No comments