ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৪ - সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর পর্ব - ৫২
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পর্কিত
প্রশ্ন:
MIS, SMTP, VOIP, SIM এগুলোর পূর্ণরূপ লেখো।
MIS - Management Information System.
SMTP - Simple Mail Transfer Protocol.
VOIP - Voice Over Internet Protocol.
SIM - Subscribers Identity Module.
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও
প্রশ্ন: GPS কী কাজে লাগে?
উত্তর: অবস্থান নির্ণয়ে
প্রশ্ন: প্রথম প্রজন্মের কম্পিউটারের
নাম কী?
উত্তর: ইউনিভ্যাক
প্রশ্ন: ইন্টারনেটের
যাত্রা শুরু কবে?
উত্তর: ১৯৬৯ সালে
প্রশ্ন: ‘অ্যামাজন’ কী?
উত্তর: অনলাইনভিত্তিক ই–কমার্স প্রতিষ্ঠান
প্রশ্ন: স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত হয় কোন প্রযুক্তি?
উত্তর: ন্যানোটেকনোলজি প্রযুক্তি
প্রশ্ন: ই–মেইল ঠিকানায় @ চিহ্নের পরের অংশটিকে কী বলে?
উত্তর: ডোমেইন নেম
প্রশ্ন: সামাজিক যোগাযোগমাধ্যম
‘টুইটার’–এর উদ্ভাবক কে?
উত্তর: জ্যাক ডরসি
প্রশ্ন: ‘ওরাকল’ কী?
উত্তর: একধরনের ডেটাবেজ প্রোগ্রাম
প্রশ্ন: হেক্সাডেসিমাল
সংখ্যাপদ্ধতির
ভিত্তি কী?
উত্তর: ১৬
প্রশ্ন: ইন্টারনেটের
মাধ্যমে কেনাবেচাকে কী বলে?
উত্তর: ই–কমার্স
প্রশ্ন: সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্রে
প্রশ্ন: প্রোগ্রামের
ব্যাকরণগত ভুলকে কী বলা হয়?
উত্তর: Syntax Error
প্রশ্ন: কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন কে?
উত্তর: ফ্রেডরিক কোহেন
প্রশ্ন: বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় কবে?
উত্তর: ১৯৯৬ সালে
প্রশ্ন: ‘বিনিময়’ কী?
উত্তর: বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় লেনদেন সহজ ও দ্রুত করার ডিজিটাল ইকোসিস্টেমে তৈরির প্ল্যাটফর্ম।
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
No comments