ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৪ - বাংলা প্রশ্নোত্তর ০১
প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা বিষয়ে নতুন শিক্ষাক্রমের নতুন সিলেবাসের প্রশ্ন নিয়ে আলোচনা। আর সেই আলোকেই দেওয়া হলো কিছু বাংলা প্রশ্ন । ভর্তি পরীক্ষায় ২০২৪ সালের সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হবে, তা দেখে নাও।
কবিতা
কবিতার বৈশিষ্ট্য
- কবিতা ছন্দবদ্ধ হয়।
- কবিতা পদ্যে রচিত হয়।
- কবিতায় সাধারণত পরপর দুই লাইনের শেষে অন্ত্যমিল থাকে।
- হাতে তালি দিয়ে সুর করে কবিতা পড়া যায়।
- কবিতার লাইনগুলো সাধারণত সমান দৈর্ঘ্যের হয়।
- কবিতায় সাধারণত কোনো কাহিনি থাকে না।
- কবিতায় সাধারণত কোনো সংলাপ থাকে না।
- কবিতা পাঠ বা আবৃত্তি করা যায়।
কবিতার উপকরণ
কবিতা রচনার জন্য যেসব জিনিস প্রয়োজন হয়, তাকে কবিতার উপকরণ বলে। কবিতার উপকরণগুলো হলো—শব্দ, ছন্দ, অলংকার প্রভৃতি।
- শব্দ: কবিতার জন্য গুরুত্বপূর্ণ একটি উপকরণ হচ্ছে শব্দ। কবিতা হলো শব্দের খেলা। তাই যেনতেন শব্দ বসিয়ে দিলেই কবিতা হয় না। অর্থাৎ কবিতা নির্মাণের জন্য প্রয়োজন হয় উপযুক্ত শব্দের।
- ছন্দ: ছন্দ হলো কবিতার প্রাণ। ছন্দ ছাড়া কবিতা হয় না। তাই কবিকে অবশ্যই ছন্দসচেতন হতে হবে। কবিতা পড়ার সময় নির্দিষ্ট শব্দের পরপর মনে যে দ্যোতনা কাজ করে, সেটিই ছন্দ। সংস্কৃত ছাষায় ‘ছন্দ’ শব্দের অর্থ কাব্যের মাত্রা। এর আরেক অর্থ ইচ্ছা। অবশ্য ব্যাপক অর্থে ছন্দ মানে গতিসৌন্দর্য।
- অলংকার: কবিতা অলংকারের গুণে প্রাণস্পর্শী হয়ে থাকে। মানুষ যেমন নিজেদের আরও সুন্দর করে তুলতে নানা ধরনের অলংকার পরিধান করে। কবিতার ক্ষেত্রেও এ রকম অলংকার ব্যবহৃত হয়।
কবিতার ২টি প্রকারভেদ
বিষয়, আঙ্গিক, ধারা ও ছন্দ বিবেচনায় কবিতাকে নানাভাবে ভাগ করা যায়। তবে ভাবের দিক থেকে কবিতাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যেমন ১. মন্ময় কবিতা ও ২. তন্ময় কবিতা।
এসো এবার জেনে নিই প্রশ্নোত্তর
প্রশ্ন: মনের ভাব যখন সুন্দর ও ছন্দবদ্ধ ভাষায় ছোট ছোট বাক্য বা লাইনে প্রকাশিত হয়, তখন তাকে কী বলে?
উত্তর: কবিতা।
প্রশ্ন: কবিতা সম্পর্কে কবি ওয়ার্ডসওয়ার্থ কী বলেছেন?
উত্তর: ‘কবিতা দুর্নিবার আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ।’
প্রশ্ন: পরপর দুই লাইনে অন্ত্যমিল থাকে কোন ধরনের রচনায়?
উত্তর: কবিতায়।
প্রশ্ন: শব্দ, ছন্দ, অলংকার—এগুলো কোন ধরনের রচনার উপকরণ?
উত্তর: কবিতার।
প্রশ্ন: কবিতার প্রাণ কী?
উত্তর: ছন্দ।
প্রশ্ন: ব্যাপক অর্থে ছন্দ মানে কী?
উত্তর: গতিসৌন্দর্য।
প্রশ্ন: কবিতা প্রধানত কয় প্রকার?
উত্তর: দুই প্রকার।
প্রশ্ন: মন্ময় কবিতার অন্তর্গত পাঁচ ধরনের কবিতার নাম লেখ।
উত্তর: ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক, প্রেমমূলক, প্রকৃতিবিষয়ক, সনেট।
প্রশ্ন: গাথা, মহাকাব্য, নীতিকবিতা, রূপক, ব্যঙ্গকবিতা, লিপিকবিতা—এগুলো কোন শ্রেণির কবিতার অন্তর্গত?
উত্তর: তন্ময়ধর্মী কবিতার অন্তর্গত।
প্রশ্ন: কবিতার উপকরণ বলতে কী বোঝ?
উত্তর: কবিতা রচনার জন্য যেসব জিনিস প্রয়োজন হয়, তা-ই কবিতার উপকরণ।
প্রশ্ন: ‘ঘাট’ শব্দের সঙ্গে মিল করে পাঁচটি
শব্দ লেখ।
উত্তর: খাট, ঠাট, ডাঁট, পাট, হাট।
প্রশ্ন: ভোমর, লয়ে, তব, দ্যাখো, কত্ত শব্দগুলোর প্রমিত রূপ লেখ।
উত্তর: ভ্রমর, নিয়ে, তোমার, দেখ, কত।
আমিনুল ইসলাম, প্রভাষক
উত্তরা মডেল স্কুল, ঢাকা
No comments