ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (১৪)

মোট ৩০০ নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞানে থাকবে ৪০ নম্বর। এর মধ্যে সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনাবলিথাকবে

সশস্ত্রবাহিনী সম্পর্কিত

নিচের শব্দগুলোর পূর্ণরূপ লেখো।

1.NATO- North Atlantic Treaty Organization

2.ABM- Anti Ballistic Missile.

3.SALT- Strategic Arms Limitation Talks.

4.CIA- Central Intelligence Agency.

5.FBI- Federal Bureau of Investigation.

. সামরিক অস্ত্র ক্রয়ে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

উত্তর: ভারত

. ন্যাটো কী?

উত্তর: যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বের বৃহৎ সামরিক জোট

. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?

উত্তর: ওপেনহাইমার

. হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার কোড নাম কী?

উত্তর: লিটল বয়

. বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কবে?

উত্তর: ২১নভেম্বর

. পেন্টাগন কী?

উত্তর: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর

. জাতিসংঘের কোন পরিষদকে স্বস্তি পরিষদ বলা হয়?

উত্তর: নিরাপত্তা পরিষদকে

. বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে প্রথম কবে অংশগ্রহণ করে?

উত্তর: ১৯৮৮ সালে

. Cold War কথাটি সর্বপ্রথম কে সূচনা করেন?

উত্তর: মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান (১৯৪৭) সালে

১০. Cold War কী?

উত্তর: স্নায়ুযুদ্ধ

১১. ইন্টারপোল কী?

উত্তর: আন্তর্জাতিক পুলিশ সংস্থা

১২. Blue Beret কী?

উত্তর: জাতিসংঘ শান্তি মিশনের শান্তিরক্ষী বাহিনী

১৩. রিমপ্যাক কী?

উত্তর: যুক্তরাষ্ট্রের নেতৃত্বে (২৬টি দেশের) বিশ্বের সবচেয়ে বড় নৌমহড়া।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক,ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.