ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (১৪)
মোট ৩০০ নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞানে থাকবে ৪০ নম্বর। এর মধ্যে সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনাবলি—থাকবে
সশস্ত্রবাহিনী সম্পর্কিত
নিচের শব্দগুলোর পূর্ণরূপ লেখো।
1.NATO- North Atlantic Treaty Organization
2.ABM- Anti Ballistic Missile.
3.SALT- Strategic Arms Limitation Talks.
4.CIA- Central Intelligence Agency.
5.FBI- Federal Bureau of Investigation.
১. সামরিক অস্ত্র ক্রয়ে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ভারত
২. ‘ন্যাটো’ কী?
উত্তর: যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বের বৃহৎ সামরিক জোট
৩. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
উত্তর: ওপেনহাইমার
৪. হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার কোড নাম কী?
উত্তর: লিটল বয়
৫. বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কবে?
উত্তর: ২১নভেম্বর
৬. পেন্টাগন কী?
উত্তর: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর
৭. জাতিসংঘের কোন পরিষদকে ‘স্বস্তি পরিষদ’ বলা হয়?
উত্তর: নিরাপত্তা পরিষদকে
৮. বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে প্রথম কবে অংশগ্রহণ করে?
উত্তর: ১৯৮৮ সালে
৯. Cold War কথাটি সর্বপ্রথম কে সূচনা করেন?
উত্তর: মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান (১৯৪৭) সালে
১০. Cold War কী?
উত্তর: স্নায়ুযুদ্ধ
১১. ইন্টারপোল কী?
উত্তর: আন্তর্জাতিক পুলিশ সংস্থা
১২. Blue Beret কী?
উত্তর: জাতিসংঘ শান্তি মিশনের শান্তিরক্ষী বাহিনী
১৩. রিমপ্যাক কী?
উত্তর: যুক্তরাষ্ট্রের নেতৃত্বে (২৬টি দেশের) বিশ্বের সবচেয়ে বড় নৌ–মহড়া।
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক,ফেনী সরকারি কলেজ, ফেনী
No comments