ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - গণিত (৮)
শূন্যস্থান পূরণ কর
ক. যে সকল বিন্দু একই রেখায় অবস্থান করে তাদেরকে … বলে।
খ. ১৪৫০ কোণের সম্পূরক কোণ______ডিগ্রি।
গ. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে______বলে।
ঘ. ত্রিভুজের ২টি মধ্যমা সমান হলে ত্রিভুজটি______।
ঙ. সামান্তরিকের বাহুগুলো সমান হলে তাকে______বলে।
চ. ব্যাসার্ধের দ্বিগুণকে বৃত্তের______বলে।
ছ. একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর______।
উত্তর: ক. সমরেখ বিন্দু খ. ৩৫ গ. অতিভুজ ঘ.সমদ্বিবাহু ঙ. রম্বস চ. ব্যাস ছ. সমান
আশরাফ উজ জামান, ২৮তম ব্যাচ,রংপুর ক্যাডেট কলেজ। প্রভাষক, নীলফামারী সরকারি মহিলা কলেজ।
No comments