ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - বাংলা (১৪)

মোট ৩০০ নম্বরের পরীক্ষায় বাংলায় থাকবে ৬০ নম্বর। এর মধ্যে বহুনির্বাচনি প্রশ্ন (ব্যাকরণ অংশ সহ) , ভাব-সম্প্রসারণ, অনুচ্ছেদ লিখন, অনুধাবন, সারাংশ সারমর্মথাকবে

ব্যাকরণ

.Debate–এর পরিভাষা কোনটি?

উত্তর: বির্তক

.Air–এর পরিভাষা কোনটি?

উত্তর: আকাশ

.Agent–এর পরিভাষা কোনটি?

উত্তর: প্রতিনিধি

.Director–এর পরিভাষা কোনটি?

উত্তর: পরিচালক

.Doner–এর পরিভাষা কোনটি?

উত্তর: দাতা

. বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন কে?

উত্তর: মানুএল দা আসসুম্পসাঁউ

. রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত অভিধানের নাম কী?

উত্তর: বঙ্গভাষাভিধান

.বঙ্গভাষাভিধান কখন প্রকাশিত হয়?

উত্তর: ১৮১৭ সালে

. অভিধানে শব্দ সাজানোকে কী বলে?

উত্তর: ভুক্তি

১০.অভিধান অর্থ কী?

উত্তর: অর্থসহ শব্দকোষ

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.