ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (১৩)


খেলাধুলা সম্পর্কিত

.ডাকওয়ার্থ লুইস মেথড কিসের সঙ্গে জড়িত?

উত্তর: ক্রিকেট খেলা

. ‘অ্যাশেজ শব্দটির সঙ্গে কোন খেলার সম্পর্ক?

উত্তর: ক্রিকেট খেলা

.আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কবে শুরু হয়?

উত্তর: ১৯৭৫ সালে

. টেস্ট ক্রিকেট কবে শুরু হয়েছে?

উত্তর: ১৮৭৭ সালে।

.জর্জ উইয়াহ কে?

উত্তর: লাইবেরিয়ার ব্যালন ডিঅর পাওয়া ফুটবলার। বর্তমানে লাইবেরিয়ার প্রসিডেন্ট।

.অ্যাডিডাস কী?

উত্তর: জার্মানভিত্তিক ক্রীড়াপণ্যের প্রতিষ্ঠান

. বিশ্বকাপে ফুটবলে ইতিহাস গড়ে গোল করে লালকার্ড দেখেন কোন খেলোয়াড়?

উত্তর: ক্যামেরুনের খেলোয়াড় আবু বকর (২০২২ সালের বিশ্বকাপে) এবং জিনেদিন জিদান (২০০৬ সালের বিশ্বকাপে)

. বিশ্বকাপ ফুটবলের প্রথম নারী রেফারির নাম কী?

উত্তর: স্তেফানি ফ্রাপার

বিজ্ঞান সম্পর্কিত

. সর্বোচ্চ গলনাঙ্কের ধাতু কোনটি?

উত্তর: টাংস্টেন

. সর্বনিম্ন গলনাঙ্কের ধাতু কোনটি?

উত্তর: পারদ

. প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?

উত্তর: হীরক

. মানবদেহে কশেরুকার সংখ্যা কয়টি?

উত্তর: ৩৩টি

. সমুদ্র স্রোতের প্রধান কারণ কী?

উত্তর: বায়ুপ্রবাহ

. ড্রোন কী?

উত্তর: চালকবিহীন বিমান

. মানুষের রক্তের pH কত?

উত্তর: .

. বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত?

উত্তর: ৭৮.০২%

. কোন ভিটামিনের অভাবে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়?

উত্তর: ভিটামিন বি-১২

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.