ক্যাডেট কলেজে ভর্তি - বাংলা (১৫)

ব্যাকরণ

. বাংলায় স্বরবর্ণ রয়েছে কতটি?

উত্তর: ১০

. বাংলায় ব্যঞ্জনবর্ণ রয়েছে কতটি?

উত্তর: ৩৯

. অভিধান কী শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ?

উত্তর: বানান

. অভিধানে কী থাকে?

উত্তর: শব্দের ব্যবহার বিধি

. বাংলাদেশে অভিধান প্রণয়নে কোন প্রতিষ্ঠানের অবদান গুরুত্বপূর্ণ?

উত্তর: বাংলা একাডেমি

.বিপদে যেন করিতে পারি জয়’— এখানে বিপদে কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: কর্মে সপ্তমী বিভক্তি

.বুলবুলিতে ধান খেয়েছে কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: কর্তায় সপ্তমী

.আমারে তুমি করিবে ত্রাণ’— বাক্যে আমারে পদটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: সম্প্রদান কারকে চতুর্থী

.নৌকা ঘাটে বাঁধা’— ঘাটে কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: অধিকরণে সপ্তামী

১০.ধর্মের কল বাতাসে নড়ে বাক্যটিতে বাতাসে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: করণে সপ্তমী

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.