ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (১১)
ক্যাডেট কলেজে ভর্তি-সাধারণ জ্ঞান (১১)
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
১. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
উত্তর: ৬ ঘণ্টা আগে।
২. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
উত্তর: সিলেট
৩. দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১০° হলে সময়ের পার্থক্য কত?
উত্তর: ৪০ মিনিট।
৪. পার্বত্য চট্টগ্রাম গঠিত কয়টি জেলা নিয়ে?
উত্তর: ৩টি জেলা নিয়ে।
৫. বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি?
উত্তর: থানচি।
৬. কোন জেলাকে বাংলার শস্যভান্ডার
বলা হয়?
উত্তর: বৃহত্তর বরিশাল জেলা।
৭. বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
উত্তর: ভোলা।
নিচের শব্দের পূর্ণরূপ লেখো
1. MDG– Millennium Development Goals.
2. SDG– Sustainable Development Goals.
3. OIC– Organisation of Islamic
Cooperation.
4. OAU– Organization of African Unity.
5. SAARC– South Asian Association for
Regional Cooperation.
6. ASEAN– Association of South East–Asian
Nations.
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১. প্রশ্ন: বিশ্বের প্রায় সব দেশ কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য?
উত্তর: জাতিসংঘ
২. প্রশ্ন: ইউরোপিয়ান ইউনিয়নের নিজস্ব মুদ্রার নাম কী?
উত্তর: ইউরো
৩. প্রশ্ন: সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনের আয়োজক কোন সংস্থা?
উত্তর: জাতিসংঘ
৪. প্রশ্ন: সার্ক কখন গঠিত হয়?
উত্তর: ১৯৮৫ সালের ডিসেম্বরে
৫. প্রশ্ন: সার্কের বর্তমান সদস্য কয়টি রাষ্ট্র?
উত্তর: ৮টি
৬. প্রশ্ন: বর্তমানে সার্কের পর্যবেক্ষক হিসেবে কোন দেশ যুক্ত
হয়েছে?
উত্তর: মিয়ানমার
৭. প্রশ্ন: বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সালে
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী
No comments