ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - গণিত (৩)
সংক্ষিপ্ত প্রশ্ন
১. প্রশ্ন: ১ এয়র = কত বর্গমিটার?
উত্তর: ১০০ বর্গমিটার
২. প্রশ্ন: ১ হেক্টর = কত বর্গমিটার?
উত্তর: ১০০০০ বর্গমিটার
৩. প্রশ্ন: ১ হেক্টর = কত এয়র?
উত্তর: ১০০ এয়র
৪. প্রশ্ন: অধিবর্ষ কী?
উত্তর: অধিবর্ষ হলো এমন একটি বছর, যে বছরে ক্যালেন্ডার বছরের সঙ্গে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য এক দিন বেশি থাকে।
৫. প্রশ্ন: অধিবর্ষ কত বছর পরপর আসে?
উত্তর: প্রতি ৪ বছরে একবার অধিবর্ষ আসে।
৬. প্রশ্ন: অধিবর্ষের ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
উত্তর: ২৯ দিনে।
৭. প্রশ্ন: অধিবর্ষের ফেব্রুয়ারি মাস অন্যান্য বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় কয় দিন বেশি থাকে?
উত্তর: ১ দিন বেশি থাকে।
৮. প্রশ্ন: অধিবর্ষের বছরের মোট দিনসংখ্যা কত?
উত্তর: ৩৬৬।
৯. প্রশ্ন: ১ দশক কাকে বলে?
উত্তর: ধারাবাহিক ১০ বছরের সময়কালকে ১ দশক বলে।
১০. প্রশ্ন: ১ যুগ কাকে বলে?
উত্তর: ধারাবাহিক ১২ বছরের সময়কালকে ১ যুগ বলে।
১১. প্রশ্ন: ১ শতাব্দী কাকে বলে?
উত্তর: ধারাবাহিক ১০০ বছরের সময়কালকে ১ শতাব্দী বলে।
১২. প্রশ্ন: ১ ঘণ্টা = কত সেকেন্ড?
উত্তর: ৩,৬০০ সেকেন্ড।
১৩. প্রশ্ন: ১ দিন = কত সেকেন্ড?
উত্তর: ৮৬,৪০০ সেকেন্ড।
১৪. প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝ?
উত্তর: কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব।
১৫. প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
১.______ হলো বৃত্তের বৃহত্তম জ্যা।
২. বর্গ এক ধরনের______।
৩. রম্বসের কর্ণদ্বয় পরস্পরের ওপর______।
৪. রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর______।
৫. রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর______।
৬. সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর______।
৭. সামান্তরিকের বিপরীত কোণগুলো____পরস্পর ।
৮. একটি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব হলো______ ।
৯. বৃত্তের পরিধির যেকোনো অংশকে______বলে?
১০.______হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা।
উত্তরঃ ১. ব্যাস ২. রম্বস ৩. লম্ব ৪. সমান্তরাল ৫. সমান ৬. সমান ৭. সমান ৮. ব্যাসার্ধ ৯. বৃত্তচাপ ১০. ব্যাস
No comments