ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - বাংলা (৯)

বাগ্ধারা

. অরণ্যে রোদন (নিষ্ফল আবেদন): সমিতির জন্য কৃপণ কামাল মিয়ার কাছে চাঁদা চাওয়া একেবারেই অরণ্যে রোদন।

. অক্কা পাওয়া (মরে যাওয়া): গণপিটুনিতে পকেটমার অক্কা পেল।

. অর্ধচন্দ্র (গলাধাক্কা): বেয়াদব ছেলেটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও।

. অগাধ জলের মাছ (সুচতুর ব্যক্তি): চৌধুরী সাহেব অগাধ জলের মাছ, তার মারপ্যাঁচ ধরা মুশকিল।

. আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ): তুমি হলে আমড়া কাঠের ঢেঁকি, তোমাকে দিয়ে কিছুই হবে না।

. আক্কেল সেলামি (বোকামির দণ্ড): বিনা টিকিটে ট্রেনে চড়ে পলাশকে ৫০ টাকা আক্কেল সেলামি দিতে হলো।

. আষাঢ়ে গল্প (আজগুবি গল্প): এসব যে তোমার আষাঢ়ে গল্প, তা আমাদের জানা হয়ে গেছে।

. উড়নচণ্ডী (অমিতব্যয়ী): ছেলেটা উড়নচণ্ডী না হলে পৈতৃক সম্পত্তি দুদিনেই নিঃশেষ করে দেবে কেন?

. ইঁদুর কপালে (মন্দভাগ্য): ফরহাদ ইঁদুর কপালে, তাই তো টাঁকশালের চাকরিটা হয়েও হলো না।

১০. এলাহি কাণ্ড (বিরাট ব্যাপার): পুতুলের বিয়েতে এত বড় আয়োজন! যে দেখছি এলাহি কাণ্ড।

১১. কলুর বলদ (একটানা খাটুনি): কলুর বলদের মতো সংসারের পিছে সারা জীবন খাটলাম, কিন্তু লাভের কিছুই পেলাম না।

১২. কই মাছের প্রাণ (যা সহজে মরে না): চোরটার কই মাছের প্রাণ, গণপিটুনি খেয়েও বেঁচে গেল।

১৩. খয়ের খাঁ (চাটুকার): তুমি তো বড় সাহেবের খয়ের খাঁ, তোমার পদোন্নতি তো হবেই।

১৪. গোঁফ খেজুরে (অলস): গোঁফ খেজুরে লোকের পক্ষে উন্নতি করা সম্ভব নয়।

১৫. গোড়ায় গলদ (শুরুতে ভুল): অঙ্ক মিলবে না, কারণ গোড়াতেই তো গলদ রয়েছে।

১৬. গুড়ে বালি (আশায় নৈরাশ্য): আশা করেছিলাম বিদেশে যাব, এখন দেখছি সে গুড়ে বালি।

১৭. ঘোড়ার ডিম (অবাস্তব বস্তু): পড়াশোনায় মনোযোগী না হলে পরীক্ষায় ঘোড়ার ডিম পাবে।

১৮. চোখের বালি (অপ্রিয় লোক): মামরা ছেলেটি সৎমায়ের চোখের বালি।

১৯. টনক নড়া (চৈতন্য হওয়া): প্রথম সাময়িক পরীক্ষা খারাপ হওয়ায় তার টনক নড়ল।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.