ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (১২)

ক্যাডেট
কলেজে ভর্তি - সাধারণ জ্ঞান (১২)

খেলাধুলা সম্পর্কিত

.ফর্মুলা ওয়ান কী?

উত্তর: কার রেসিং প্রতিযোগিতা

. টেরি ফক্স রান কী?

উত্তর: দৌড় প্রতিযোগিতা; প্রতিবছর ক্যানসার তহবিল সংস্থার জন্য করা হয়

. বাংলাদেশের জাতীয় খেলা কী?

উত্তর: কাবাডি

. ভারতের জাতীয় খেলা কী?

উত্তর: হকি

. যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কী?

উত্তর: বেসবল

. রাশিয়ার জাতীয় খেলা কী?

উত্তর: ব্যান্ডি

.ওভাল কোন খেলার জন্য বিখ্যাত?

উত্তর: ক্রিকেট (অস্ট্রেলিয়া)

.ইডেন গার্ডেন কোন খেলার জন্য বিখ্যাত?

উত্তর: ক্রিকেট (কলকাতা)

.মারাকানা স্টেডিয়াম কোন খেলার জন্য বিখ্যাত?

উত্তর: ফুটবল (ব্রাজিল)

১০. টোটাল ফুটবলের জনক কে?

উত্তর: জোহান ক্রুইফ

১১. ফিফা বিশ্বকাপ ফুটবল কবে থেকে শুরু হয়?

উত্তর: ১৯৩০ সাল (উরুগুয়ে)

১২. এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট কবে থেকে শুরু হয়?

উত্তর: ১৯৭১ (অস্ট্রেলিয়া)

১৩. কাবাডি বা হাডুডু সর্বপ্রথম কোথায় শুরু হয়?

উত্তর: ভারতে

১৪. দাবা খেলার আদি নাম কী?

উত্তর: চতুরঙ্গ।

১৫. দাবার বোর্ডে কয়টি চতুষ্কোণী ছক থাকে?

উত্তর: ৬৪টি

১৬.জুলে রিমে ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

উত্তর: ফুটবল

১৭.সুমো কী?

উত্তর: একধরনের কুস্তি খেলা (জাপানে হয়)

১৮.টাইগার উডস কে?

উত্তর: বিখ্যাত মার্কিন গলফ খেলোয়াড়

১৯.মাইকেল জর্ডান কোন খেলার সঙ্গে জড়িত?

উত্তর: বাস্কেটবল

২০. আধুনিক অলিম্পিক কত সাল থেকে শুরু হয়?

উত্তর: ১৮৯৬ সাল (গ্রিসে)

২১. প্রথম প্যারা অলিম্পিক কত সাল থেকে শুরু হয়?

উত্তর: ১৯৬০ সালে (ইতালিতে)

২২. অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি বৃত্ত থাকে?

উত্তর: ৫টি

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.