ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (৩)
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
১.প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো :
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের____ঘোষণা করা হয়।
খ. মুজিবনগর সরকার গঠনের পর____গতি বৃদ্ধি পায়।
গ. মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সারা দেশকে____সেক্টরে ভাগ করা হয়।
ঘ. জেনারেল ওসমানী____নামে পরিচিত।
ঙ. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন____।
চ. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল____।
ছ. মুজিবনগর সরকারের চিফ অব স্টাফ ছিলেন____।
জ. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে____।
ঝ . ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যের স্থপতি____।
ঞ. ‘একাত্তরের দিনগুলি’ বইয়ের লেখক____।
উত্তর: ক. রাষ্ট্রপতি খ. মুক্তিযুদ্ধের
গ. ১১টি ঘ. বঙ্গবীর ঙ. তাজউদ্দীন আহমদ
চ. চট্টগ্রামের কালুরঘাটে ছ. কর্নেল (অব.) আব্দুর রব জ . ভারত ঝ. সৈয়দ আবদুল্লাহ খালেদ . ঞ.জাহানারা ইমাম
২.প্রশ্ন: নিচের ছবিটি কিসের?
উত্তর: ছবিটি মুজিবনগর স্মৃতিসৌধের।
৩.প্রশ্ন: মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠর নাম লেখো।
উত্তর :
ক. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
খ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
গ. সিপাহি হামিদুর রহমান
ঘ. ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ
ঙ. সিপাহি মোস্তফা কামাল
চ. ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন
ছ. ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ
৪.প্রশ্ন: মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কযের নাম কী?
উত্তর: জাগ্রত চৌরঙ্গী
৫.প্রশ্ন: মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল কয়টি?
উত্তর: ১২টি
৬.প্রশ্ন: ‘একাত্তরের ডায়েরী’ বইয়ের লেখক কে?
উত্তর: সুফিয়া কামাল।
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী
No comments