ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান (৩)

বাংলাদেশের মুক্তিযুদ্ধ

.প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো :

. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের____ঘোষণা করা হয়।

. মুজিবনগর সরকার গঠনের পর____গতি বৃদ্ধি পায়।

. মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সারা দেশকে____সেক্টরে ভাগ করা হয়।

. জেনারেল ওসমানী____নামে পরিচিত।

. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন____

. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল____

. মুজিবনগর সরকারের চিফ অব স্টাফ ছিলেন____

. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে____

. অপরাজেয় বাংলা ভাস্কর্যের স্থপতি____

. একাত্তরের দিনগুলি বইয়ের লেখক____

উত্তর: . রাষ্ট্রপতি . মুক্তিযুদ্ধের . ১১টি . বঙ্গবীর . তাজউদ্দীন আহমদ

. চট্টগ্রামের কালুরঘাটে . কর্নেল (অব.) আব্দুর রব . ভারত . সৈয়দ আবদুল্লাহ খালেদ . .জাহানারা ইমাম

.প্রশ্ন: নিচের ছবিটি কিসের?

উত্তর: ছবিটি মুজিবনগর স্মৃতিসৌধের।

.প্রশ্ন: মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠর নাম লেখো।

উত্তর :

. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান

. সিপাহি হামিদুর রহমান

. ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ

. সিপাহি মোস্তফা কামাল

. ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন

. ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ

.প্রশ্ন: মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কযের নাম কী?

উত্তর: জাগ্রত চৌরঙ্গী

.প্রশ্ন: মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল কয়টি?

উত্তর: ১২টি

.প্রশ্ন: একাত্তরের ডায়েরী বইয়ের লেখক কে?

উত্তর: সুফিয়া কামাল।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

No comments

Powered by Blogger.